এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Zoya Afroz: ‘হাম সাথ সাথ হ্যায়’র সলমনের ভাগ্নিকে মনে আছে? ২৪ বছর পর কেমন দেখতে হয়েছে জোয়াকে Updated: 08 Mar 2023, 03:33 PM IST Priyanka Bose
শেয়ার করুন
Salman Khan On Screen Niece Zoya Afroz: ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে নীলম কোঠারির মেয়েকে মনে আছে? পর্দায় সইফ আলি খান এবং সলমন খানের ভাগ্নি হয়েছিল সুন্দর ছোট্ট রাধিকা। শিশুশিল্পীর আসল নাম জোয়া আফরোজ। ২৪ বছর বাদে কেমন দেখতে হয়েছে তাঁকে? রইল ছবি-
1/7বলিউডে অনেক পারিবারিক ছবি তৈরি হয়েছে। এ ধরনের ছবিও দর্শকেরা বেশ পছন্দ করেছেন। যেখানে বড় বড় অভিনেতারা তাঁদের অভিনয় দিয়ে পারিবারিক ছবি সাজান, সেখানে এসব ছবিতে শিশুশিল্পীদের মনোমুগ্ধকর অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে সইফ আলি খান, সলমন খান, করিশ্মা কাপুর, টাবু, সোনালি বেন্দ্রে, অলোক নাথ, শক্তি কাপুর, নীলম কোঠারি সহ আরও অনেক অভিনেতা অভিনয় করেছেন। ছবিতে নীলমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জোয়া আফরোজ। 2/7মাত্র ৫ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয় করেছেন জোয়া আফরোজ। ১৯৯৪ সালের ১০ জানুয়ারি লখনউতে জন্ম এই শিশুশিল্পীর। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল পারিবারিক ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’।3/7জোয়া শৈশবে তার বুদ্ধিমত্তা দিয়ে মন জয় করেছিলেন এবং এখন বড় হয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। তার লুক এবং স্টাইল আগের থেকে সম্পূর্ণ বদলে গিয়েছে। ‘হাম সাথ সাথ হ্যায়’-এর পর জোয়া ‘পেয়ার কে সাথ তিয়া সে’, ‘কাহো না কাহো’, ‘ইয়ে বেনাকাব’, ‘সুইটি ওয়েডস এনআরআই’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।4/7সম্প্রতি ‘মৎস্য কাণ্ড’ ধারাবাহিকে উর্বশীর ভূমিকায় দেখা গিয়েছিল জোয়াকে। অভিনেতা রবি দুবে এবং রবি কিষাণ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই ধারাবাহিকে। 5/7অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর দুনিয়ায় বেশ বিখ্যাত নাম জোয়া। শুধু তাই নয়, বছর ২৯-এর জোয়া ২০২১ সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খেতাবও জিতেছেন। একই সঙ্গে তিনি ফেমিনা মিস ইন্ডিয়ার দ্বিতীয় রানার আপও ছিলেন।6/7বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় জোয়া। প্রতিদিন তাঁর গ্ল্যামারাস ছবি শেয়ার করেন। মডেলিং জগতে আধিপত্য বিস্তারকারী জোয়ার ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স। 7/7মডেলিং ছাড়াও জোয়া ওয়েব সিরিজ, মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন। ফেরারির মতো মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন তিনি। আগামী ছবি ‘মম কামিং’-এ দেখা যাবে জোয়াকে। এ বছরই মুক্তি পাবে এই ছবি।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।