India

2003 Mumbai Train Bombing: ২০ বছর আগের সেই সন্ধেবেলায় ঘরমুখী

⦾ দেখতে-দেখতে ২০টি বছর হয়ে গেল! সেটা ছিল ২০০৩ সাল। সন্ধেবলা পিক-টাইম। কাজ সেরে ঘরমুখী মুম্বইবাসী। সেই সময়ে মুলুন্দ রেলওয়ে স্টেশনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ফার্স্ট ক্লাস লেডিজ কমপার্টমেন্ট বিস্ফোরণটি ঘটেছিল। অন্ততপক্ষে ১০ জন মারা গিয়েছিলেন সেদিন। অন্ততপক্ষে ৭০ জন জখম হয়েছিলেন। যাঁরা মারা গিয়েছিলেন তাঁদের মধ্যে চারজন মহিলা, যাঁদের মধ্যে দুজন ছিলেন পুলিস কনস্টেবল। এছাড়া মারা গিয়েছিলেন ছজন পুরুষ। তাঁরা ওই লেডিজ কমপার্টমেন্টের লাগোয়া জেন্টস কমপার্টমেন্টে ছিলেন।

⦾ PM Narendra Modi on Mrs Ebert: ৭৫ বছর আগে গোয়া থেকে সোজা অ্যাডিলেড! গড়ে দিলেন অস্ট্রেলীয় মন্ত্রীর জীবনের ভিত…

এর আগে ২০০২ সালে ৬ ডিসেম্বরে মুম্বই সেন্ট্রাল স্টেশন সন্নিহিত ম্যাকডোনাল্ডসে ঘটা এক বিস্ফোরণে  বহু মানুষ আহত হয়েছিলেন। আর ২০০৩ সালের ২৭ জানুয়ারি একটি সাইকেলে বিস্ফোরক বাঁধা ছিল। তার একজন মারা গিয়েছিলেন। এই ঘটনাটা ঘটেছিল ভিলে পার্লে রেলওয়ে স্টেশন এলাকায়। এতে ২৮ জন আহত হয়েছিল। এই বিস্ফোরণটি হয়েছিল মুম্বইতে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সফর-কালে।  

⦾ 1993 Mumbai Bomb Blast: অভিশপ্ত ‘ব্ল্যাক ফ্রাইডে’! কীভাবে মৃত্যুপুরী হয়ে উঠেছিল মুম্বই? ৩০ বছর পর ফিরে দেখা

মুম্বই অবশ্য বহুবার রক্তাক্ত হয়েছে। ২০০২/২০০৩-এর আগে সব চেয়ে মর্মান্তিক বিস্ফোরণটি ঘটেছিল ১৯৯৩ সালের ১২ মার্চ। দিনটা ছিল শুক্রবার। ভারতের ইতিহাসে যা কুখ্যাত ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে পরিচিত। বিশ্বের ভয়ঙ্করতম জঙ্গি নাশকতার একটি। মৃত্যু-আর্তনাদে, আতঙ্কে সেদিন কেঁপে উঠেছিল মুম্বই (তৎকালীন বম্বে)। সরকারি হিসেবে সেদিন মৃত্যু ঘটেছিল অন্তত ২৫৭ জনের, জখম হয়েছিলেন ৭০০-এরও বেশি। মতান্তরে, মৃতের সংখ্যা আসলে ছিল ৩০০-র কিছু বেশি, জখম হয়েছিলেন ১৪০০ জন।

১২ মার্চ দুপুরে ঘটনাটি ঘটেছিল। সেই দুপুরে মাত্র ২ ঘণ্টা ১০ মিনিটের ওই ভয়ংকর হত্যালীলায় প্রায় শেষ হতে বসেছিল বাণিজ্যনগরী। মোট ১২টি জায়গায় পরপর বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। হামলার ‘কালা দিন’ অনেকের চোখে এখনও ভেসে ওঠে। আরডিএক্স-এর সেই কান ফাটিয়ে দেওয়া শব্দ এখনও অনেকের কানে বাজে যেন! 

(————– সমাপ্ত ————–) 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।