India

Gaya: মুহূর্তেই ফিকে হোলির রং; সেনার মর্টার উড়ে এসে পড়ল

Gaya: গয়ার পুলিস সুপার আশীষ ভারতী জানিয়েছেন, বুধবার সকালে ওই ঘটনা ঘটে গুলারভেদ গ্রামে। এটি বড়চট্টি থানার মধ্যে পড়ে। সেই একটি মর্টারের সেল এসে পড়ে। সেই মার্টার বিস্ফোরণেই ৬ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে এএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

Updated By: Mar 8, 2023, 05:43 PM IST

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।