জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: একমাসে দু’জন! মাদ্রাজ আইআইটিতে ফের আত্মঘাতী পড়ুয়া। কীভাবে? হস্টেলে ঘরে পাওয়া গেল ঝুলন্ত দেহ। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্ত কমিটি।
জানা গিয়েছে, যিনি আত্মহত্যা করেছেন, তিনি মাদ্রাজ আইআইটি-র বিটেক তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। বাড়ি, অন্ধ্রপ্রদেশে। হস্টেলে থেকে পড়াশোনা করতেন ওই ছাত্র। এদিন হস্টেলে ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা। কেন আত্মহত্য়া? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই পড়াশোনায় মনসংযোগ করতে সমস্যায় হচ্ছিল ওই পড়ুয়ার। সিলেবাস শেষ করতে পারবেন কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন। মৃতের বাড়িতে খরর পাঠানো হয়েছে।
⦾ Pollution In India: বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে বেশিরভাগই ভারতের, কত নম্বরে কলকাতা?
এর আগে, ফ্রেরুয়ারিতেই মাদ্রাস আইআইটিতে আত্মহত্যা ঘটেছিল। সেবার হস্টেলে ঘরে যাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল, তিনি ছিলেন ইঞ্জিনিয়ারিং-র স্মাতকোত্তরের ছাত্র।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta Ap)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।