মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দীর্ঘদিন ধরে পরীক্ষায় খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর দাবি জানাচ্ছিলেন শিক্ষকেরা। সেই দাবি মেনে মাধ্যমিকের খাতা দেখার জন্য পারিশ্রমিক আগেই বাড়ানো হয়েছে। এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক বাড়াল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধু পরীক্ষার খাতা নয় স্ক্রুটিনির খাতা দেখার জন্য পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি পরিবহণ ভাতা বাড়ানো হয়েছে। পারিশ্রমিক বাড়ানোই খুশি শিক্ষকেরা।
এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার খাতা দেখার জন্য পারিশ্রমিক বাড়িয়েছিল। সম্প্রতি উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, খাতা দেখার জন্য পরীক্ষকরা আগে ৫ টাকা করে পেতেন এখন খাতা পিছু ১ টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ এবার থেকে খাতা পিছু ৬ টাকা করে পাবেন পরীক্ষকরা। অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীরা খাতা রিভিউ বা স্ক্রুটিনি করিয়ে থাকেন। সেক্ষেত্রে পরীক্ষকদের ৬ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে আগে ৫ টাকা করে দেওয়া হতো। এর পাশাপাশি প্রধান পরীক্ষকদের পারিশ্রমিক, পরিবহণ খরচ এবং কোঅপারেটিভদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। আগে শিক্ষকদের পরিবহণ ভাতা ২০০ টাকা করে দেওয়া হতো। তবে এবার থেকে পরিবহণ খরচ আরও ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার আড়াইশো টাকা করে দেওয়া হবে। দূরত্ব বিচার করে পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ারদের পরিবহণ খরচ বাড়ানো হয়েছে।
অন্যদিকে, শিবির কো-অর্ডিনেটরদের জন্য ২ হাজার টাকা করে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই খরচ বাবদ দেওয়া হতো দেড় হাজার টাকা। কো-অর্ডিনেটাদের পরিবহণ খরচ ৫০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করেছেন। খাতা দেখার পারিশ্রমিক বানানো প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল জানান, মাধ্যমিকে খাতা দেখার পারিশ্রমিক বা পরিবহণ খরচ যে হারে বেড়েছে উচ্চমাধ্যমিকে সেই হারে বাড়েনি। অন্যদিকে, পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি অ্যাসোসিয়েশনের বক্তব্য সঠিক হারে বাড়ানো হয়েছে পারিশ্রমিক এবং পরিবহণ ভাতা।
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।