Kolkata

কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের FIRএর তদন্ত ৪ সপ্তাহ বন্ধ থাকবে,

কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা FIR-এর তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কৌস্তভের দায়ের করা আবেদনের শুনানিতে বুধবার ৪ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। এই মামলায় কৌস্তভের দায়ের করা পুলিশি অতি সক্রিয়তার অভিযোগের তদন্তের ভার কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়েলকে দিয়েছে আদালত।

গত ৪ মার্চ ভোরে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বড়তলা থানা। গভীর রাতে কৌস্তভের বাড়ি গিয়ে তাঁকে ডেকে তোলেন পুলিশ আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলা হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। কিন্তু সেদিনই বিকেলে আদালত থেকে মাত্র ১০০০ টাকার বন্ডে জামিন পান কৌস্তভ।

ওই ঘটনায় পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা করেন কৌস্তভ বাগচী। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি মান্থা বলেন, কোনও নোটিশ না পাঠিয়ে মাঝ রাতে বাড়িতে হাজির হয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করেছে পুলিশ। পুলিশের এই ভূমিকা সুপ্রিম কোর্টের গাইডলাইনের বিরোধী। এক্ষেত্র বড়তলা থানার ভূমিকা খতিয়ে দেখে ৩ সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুলিশকে। আগামী ৪ সপ্তাহ কৌস্তভের বিরুদ্ধে দায়ের FIR-এর তদন্তপ্রক্রিয়া বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কৌস্তভের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কোনও থানার পুলিশ।

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।