Kolkata

‌নারী দিবসে টুইট মুখ্যমন্ত্রী–রাষ্ট্রপতির, মোদীকে কতটা পিছনে ফেললেন মমতা?

আজ আন্তর্জাতিক নারীদিবস। বাংলা জুড়ে নানা অনুষ্ঠান চলছে। দেশের নারীদের নারীদিবসে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার বার্তা দিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু নারীদিবসে পরিসংখ্যান বলছে, নারী দিবসের প্রতিশ্রুতি রাখেনি মোদী সরকার। আধা সামরিক বাহিনী থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা— সর্বত্রই মহিলার কর্মীর নামমাত্র সংখ্যা বুঝিয়ে দেয় ‘নারীর ক্ষমতায়ন’ স্রেফ ডায়লগ। আর বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন বাংলার বুকে ‘নারীর ক্ষমতায়ন’ আজ চূড়ান্ত ভাবে সফল হয়ে উঠেছে।

ঠিক কী লিখেছেন রাষ্ট্রপতি?‌ এদিন নারীদিবস উপলক্ষ্যে টুইটে সকলকে নারীদিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। তিনি টুইটে লেখেন, ‘‌আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সে বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যেকোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।’‌ এদিকে পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, আধা সামরিক বাহিনীগুলিতে ৩৩ শতাংশ পদ সংরক্ষণ করা হবে নারীদের জন্য। আর ঘোষণার ৬ বছর পর ২০২১ সালের বার্ষিক রিপোর্ট বলছে, গড়ে মাত্র সাড়ে ৩ শতাংশ মহিলা জওয়ান রয়েছেন কেন্দ্রীয় বাহিনীতে। সর্বোচ্চ সিআইএসএফ–এ। মাত্র সাড়ে ৬ শতাংশ। আর সর্বনিম্ন অসম রাইফেলস এবং আইটিবিপি–তে রয়েছে মাত্র আড়াই শতাংশ। আর বিএসএফ–এ মাত্র ৩ শতাংশ।

আর কী জানা যাচ্ছে?‌ ২০২১ সালে মন্ত্রিসভার রদবদলের পর মোট ১১ জন মহিলা মোদী সরকারে মন্ত্রী হন। কিন্তু দু’জন ছাড়া বাকিরা রাষ্ট্রমন্ত্রী। শেষ হিসাব অনুযায়ী, মোট কর্মীসংখ্যার মাত্র ৯ শতাংশ মহিলা। ২০২০ সালে ছিল সাড়ে ১০ শতাংশ। তারপর আরও কমে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় বাংলা, জয় জোহর যেমন বাংলার মহিলাদের আর্থিকভাবে অনেকটাই এগিয়ে দিয়েছেন তেমন রাজনৈতিকভাবে মহিলাদের আরও বেশি সংখ্যায় পঞ্চায়েত নির্বাচনে, পুরসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এগিয়ে দিয়েছেন।

ঠিক কী লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী?‌ পুলিশ বাহিনীতেও মহিলাদের সংখ্যা ও পদন্নোতি বাড়ানো হচ্ছে। উইনার্স টিম, মহিলা পুলিশ স্টেশন, মহিলাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়, মহিলা স্বনির্ভর গোষ্ঠী বাংলায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌নারীর অধিকার আমাদের অঙ্গীকার।’‌ ১৯১৩ সালে ৮ মার্চকে নারীদিবস হিসাবে ঠিক করা হয়। এই দিনটিকে আন্তর্জাতিক নারীদিবস হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।