Kolkata

পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত বেলেঘাটা, মারপিট ও ভাঙচুর, আটক ৬

পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা। দুটি বস্তির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজন পুলিশকর্মী। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে বেলেঘাটা মেইন রোডের ৯৫ নম্বর বস্তিতে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় বেলেঘাটা এবং ফুলবাগান থানার পুলিশ। ঘটনায় প্রথমে ৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে বুধবার সকালে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বস্তির সামনে পথ অবরোধ করেন স্থানীয়রা।

জানা গিয়েছে, ৯৫ নম্বর বস্তুটি কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। মঙ্গলবার রাতে বস্তিতে একটি পুজোর আয়োজন করা হয়। স্থানীয় মন্দিরে একসঙ্গে পাঁচ দেবতার পুজো হয়। সেই উপলক্ষে বস্তি আলো, ফুল দিয়ে সাজানোর পাশাপাশি সাউন্ড বক্স বাজানো হয়। সেখানে রাত পর্যন্ত চলে উৎসব যাপন। এরপর ১০টার দিকে ৯১ নম্বর বস্তির কয়েকজন ছেলে সেখানে আসে। যার মধ্যে অনেকেই মত্ত অবস্থায় ছিলেন। অশান্তির আশঙ্কায় সাউন্ড বক্স বন্ধ করে দেন ৯৫ নম্বর বস্তির বাসিন্দারা। পরে অবশ্য ৯১ নম্বর বস্তির ছেলেরা সেখান থেকে চলে যায়। অভিযোগ, তারপরেই সমস্যা শুরু হয়। একজন মহিলা তাঁর পোষ্যকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ৯১ নম্বর বস্তির কয়েকজন ছেলে মহিলাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে এবং চটি ছুঁড়ে মারে। সেটি কুকুরের গায়ে লাগে। মহিলা ৯৫ নম্বর বস্তিতে ফিরে সমস্ত ঘটনা জানান। ঘটনায় মহিলার পরিবারের সদস্যদের কয়েকজন ৯১ নম্বর বস্তিতে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

অভিযোগ, তারপর পালটা ৯১ নম্বর বস্তির ছেলেরা পুজো প্রাঙ্গণে এসে ভাঙচুর চালায়। তাঁরা ফুলের গেট ভেঙে দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে চলে মারপিট। উভয় পক্ষের ঝামেলায় আহত আঙুরবালা কয়াল নামে ৬৫ বছরের এক বৃদ্ধাকে হাসপাতলে নিয়ে যাওয়া হলে তাঁর চারটি সেলাই পড়ে। এছাড়াও পিন্টু সিংহ, বাবু দাস নামে আরও কয়েকজন আহত হয়। বেলেঘাটা থানার পুলিশও আহত হয়। পরে ফুল বাগান থানার পুলিশ সেখানে আসে। পুলিশের বক্তব্য, প্রতি বছর এখানে দু-পক্ষের গোলমাল হয়। তা বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ করা প্রয়োজন। এদিকে ঘটনার পরে পুলিশ ৬ জনকে আটক করে। তবে বুধবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের গ্রেফতারের দাবি জানিয়ে এ দিন অবরোধ করেন স্থানীয়রা।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।