Kolkata

বাড়ি গিয়ে বিয়ের জন্য চাপ দেন প্রেমিকা, ছাদ থেকে পড়ে

প্রেমিকার সঙ্গে বিবাদ চলাকালীন নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবকের। ঘটনায় প্রেমিকার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে যুবকের পরিবার। ঘটনা বাগুইআটির পূর্বাশা এলাকার। মৃতের নাম সৌম্যদীপ সাহা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপের সঙ্গে অশ্বিনীনগরের বাসিন্দা দিয়া চক্রবর্তীর বেশ কয়েক বছর ধরে প্রণয়ের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সৌম্যদীপ। কিন্তু দিয়া তাঁকে ছাড়তে রাজি ছিলেন না। সম্প্রতি চাকরিতে যোগদান করেন সৌম্যদীপ।

এর পর রবিবার সন্ধ্যায় মা ও বন্ধুদের নিয়ে সৌম্যদীপের বাড়িতে পৌঁছন দিয়া। সেখানে সৌম্যদীপের সঙ্গে ব্যাপক বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ বাড়ির ছাদে সৌম্যদীপ ও তাঁর বাবা মাকে ব্যাপক অপমান করেন তরুণী। তরুণীর মা সৌম্যদীপকে জেল খাটানোর হুমকি দেন। ঘটনার সময় সেখানেই ছিলেন সৌম্যদীপের মা ও বাবা। চিৎকার চ্যাঁচামেচিতে বাড়ির সামনে লোক জমে যায়। এসবের মধ্যেই ছাদ থেকে পড়ে যান সৌম্যদীপ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত যুবকের পরিবারের তরফে দিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। বাগুইআটি থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।