আপাতত আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিতে পারবে না ইডি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে ভুয়োর অর্থলগ্নি সংক্রান্ত মামলায় তদন্ত যেমন চলছিল তেমন চলবে বলে জানিয়ে দিয়েছে আদালত।
এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয় বসুকে কোনও নোটিস দিতে পারবে না ইডি। তাঁর বাড়ি বা অফিসে তল্লাশি চালাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এমন কি কিছু বাজেয়াপ্তও করতে পারবে না তারা।
ভুয়ো অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলার তদন্তে আইনজীবীর আলিপুরের বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু নথি উদ্ধার করে তারা।এর পর আবার তাঁকে ইডি দফতরে হাজির হতে বলা হয়। এই ঘটনায় ক্ষুব্ধও হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, যেহেতু তাঁর আইনজীবী সঞ্জয় বসু। তাই আইনজীবীকে ‘হেনস্থা’ করছে ইডি। (হাইকোর্টে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশের, দায়ের হবে মামলা?)
ইডি গ্রেফতার করতে পারে এই আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। চেয়েছিলেন রক্ষাকচব। বুধবার সেই রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে তদন্ত চলবে আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।