Kolkata

শহর জুড়ে লাল-সাদা চন্দন গাছ লাগানোর পরিকল্পনা রাজ্য সরকারের

শহর জুড়ে চন্দন বাগান তৈরি করবে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে ময়দান থেকে রেড রোড পর্যন্ত চন্দনের ‘পকেট বাগান’ তৈরি করার পরিকল্পনা নিয়েছে বন দফতর। ধীরে ধীরে এই ধরনের বাগান রাজ্য জুড়ে তৈরি করা হবে বলে বন দফতর সূত্রে খবর। ‘নগর বাটিকা বন’ নামে এই ধরনের পকেট বাগান তৈরির উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সম্প্রতি তাঁরা কেন্দ্রের কাছে থেকে এই ধরনের বাগান তৈরির প্রস্তাব পেয়েছেন। মন্ত্রীর কথায়,’আমরা ইতিমধ্যেই বাগান তৈরির উদ্যোগ নিয়েছি। যেহেতু ময়দানের জমি সেনাবাহিনীর, তাই ফোর্ট উইলিয়ামের সঙ্গে কথা চলছে। তাদের সুবজ সংকেত পেলেই আমরা সাদা এবং লাল দু’ধরনের চন্দনকাঠের গাছ বসানো শুরু করব।’ (পড়তে পারেন। দার্জিলিংয়ের তিন সুন্দরীর ঠিকানা রইল, নির্জনতার এত রূপ!) 

শুধু কলকাতা নয় জেলাতেও চন্দনকাঠের বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাগানের জন্য এলাকায় চিহ্নিত করা হয়েছে। বনদফতরের একটি দল সেই সব এলাকায় ঘুরে জমির মাটি পরীক্ষা করবে দেখবে তা চন্দনগাছ লাগানোর উপযুক্ত কি না। 

বনমন্ত্রী জানিয়েছেন, চারা আনা হবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটকের মতো রাজ্যগুলি থেকে। অনুমতি নিয়ে সবুজশ্রী প্রকল্পে অধীনে এক কোটি চারা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছগুলির নিরপত্তার জন্য চারপাশে ঘিরে দেওয়াও হবে। মন্ত্রী বলেন,’আমরা যদি এখন শুরু করি, তবে ফল পেতে অন্তত দশ বছর সময় লেগে যাবে।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।