Kolkata

DA Movement, Mamata Banerjee’: রাজ্য সরকারের চাকরি করলে রাজ্যেরই ডিএ

সুতপা সেন: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে আরও। রাজ্যজুড়ে যখন ধর্মঘট পালন করলেন আন্দোলনকারীরা, তখনও অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। বললেন, ‘আপনারা যদি বলেন, কাজ করবেন রাজ্য সরকারের, আর কেন্দ্র সরকারের হারে ডিএ দিতে হবে, এটা তো হয় না।

রাজ্যেপালের আবেদনেও পিছু হটতে রাজি হননি DA আন্দোলনকারীরা। ধর্মতলায় শহিদ মিনারের নিচে অবস্থান ও অনশন চলছে এখনও। শুধু তাই নয়, বকেয়া  DA–র দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটও পালন করেছেন যৌথমঞ্চের সদস্যরা। কবে? শুক্রবার, ১০ মার্চ।

এদিকে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল, ধর্মঘটে দিন অফিসে না এলে বেতন ও ছুটি কাটা হবে। এমনকী, চাকরিতে ব্রেক হবে সার্ভিস রেকর্ডও! তাহলে? যাঁরা DA-র দাবিতে ধর্মঘটে শামিল হয়েছিলেন, সেইসব সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই শোকজ নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

⦾ Manik Bhattacharya: ‘আজ রাতে ঘুমোলে কাল সকালে যেন আমার চোখ না খোলে’, আদালতে আর্জি মানিক ভট্টাচার্যের

এদিন আলিপুর জাজেস কোর্টে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাঙ্ক, রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের টাকা ছাপানোর ক্ষমতাও নেই। আগে আমরা অনেক ট্যাক্স সংগ্রহ করতে পারতাম। এখন তো একটাই ট্যাক্স জিএসটি। এই ট্যাক্সটা তুলে নিয়ে যাই কেন্দ্র। আমাদের ক্ষতি হচ্ছে’। তাঁর আরও বক্তব্য, ‘আমরা ১ তারিখে মাইনে দেয় সরকার। পেনশনটাও দিই। যে সরকার এত মানবিক, সেই সরকার নিয়ে ভাববেন না’।

 

বিস্তারিত আসছে…

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।