সুতপা সেন: চলতি মাসেই কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। কবে? ২৭ মার্চ। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে রাজ্য।
নবান্ন সূত্রে খবর, আগামী ২৭ মার্চ সকালে কলকাতায় পৌঁছবেন রাষ্ট্রপতি। সেদিনই এলগিন রোডে নেতাজি ভবন ও জোড়াসাঁকোয় যাবেন তিনি। এরপর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। পরের দিন, ২৮ মার্চ বেলুড় মঠ ও শান্তিনিকেতনে যাবেন রাষ্ট্রপতি। রাতে ফিরবেন দিল্লিতে।
⦾ Kaustav Bagchi: কৌস্তভের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ, হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য
তখনও রাষ্ট্রপতি হননি। নির্বাচনে মনোনয়ন পেশের পর, প্রচার করতে বাংলায় এসেছিলেন দৌপদ্রী মুর্মু। তাঁর সফরসূচিতে প্রথমে ছিল শিলিগুড়ি, তারপর কলকাতা। রাষ্ট্রপতি হওয়ার প্রথমবার বাংলায় আসছেন তিনি।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।