Kolkata

International women’s day, TMC: নজরে মহিলা ভোট, নারী দিবসে নয়া

প্রবীর চক্রবর্তী: পঞ্চায়েত ভোটের আগে নজরে মহিলা ভোট। টার্গেট দেওয়া হল প্রতিটি সাংগঠনিক জেলায়। নারীদিবসে রাজ্যজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

একুশের বিধানসভা ভোটে বিপুল জয়। এবার শিয়রে পঞ্চায়েত। তৃণমূল সূত্রে খবর, বিধানসভা ভোটের ফল পর্যালোচনা করে দেখা গিয়েছে, বিধানসভা ভোটে রাজ্যে অর্ধেকেরও বেশি মহিলা ভোটার ভরসা রেখেছেন ঘাসফুলেই! সেই ভোটব্যাঙ্ক অটুট রাখার লক্ষ্যে এবার জনসংযোগের নয়া কৌশল নিল রাজ্যের শাসকদল।

⦾  DA, Mamata Banerjee: ‘ডিএ দেওয়ার ক্ষমতা নেই’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

কী সেই কৌশল? হাতে আর মাত্র দু’দিন। আগামী বৃহস্পতিবার, ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের বাড়িতে পৌঁছে যাবেন তৃণমূলকর্মীরা। ‘দিদির সুরক্ষা নারীদের’, এই মর্মে চিঠি দেওয়া হবে তাঁদের। দলের সাংগঠনিক জেলার সংখ্যা ৩৬।  প্রতিটি জেলায় টার্গেট ৩০০টি বাড়ি।

এখন  ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছে তৃণমূল। সেই কর্মসূচিরই অংশ হিসেবেই বিশেষ বার্তা দেওয়া হবে মহিলাদের। শুধু তাই নয়, একটি অনুষ্ঠানও করা হবে ধর্মতলায় ডোরিনাং ক্রসিংয়ে।

(————– সমাপ্ত ————–) 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।