প্রবীর চক্রবর্তী: প্রকাশ্য মঞ্চ থেকে অভিযোগ করেছে একাধিকবার। সিপিএমে আমলে চিরকুটে চাকরি! শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে এবার ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
ঘটনাটি ঠিক কী? এসএসসি গ্রুপ ডি-র পর গ্রুপ সি-তে ৮২৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। তালিকায় নাম রয়েছে খোদ শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে যুব তৃণমূলের সভাপতি সামসুর রহমান। তিনি আবার রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০১৮ সাল থেকে ইটাহারের ছয়ঘরা হাই স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে সেই চাকরি এবার খোয়ালেন সামসুর।
⦾ Mamata Banerjee, Akhilesh Yadav: নজরে চব্বিশ, কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠক
এদিকে নিয়োগে দুর্নীতিতে যখন বিপাকে রাজ্য়ের শাসকদল, তখন আগের বামফ্রন্ট সরকারের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। একাধিক জনসভায় তিনি বলেছেন, ‘বাম আমলে যাঁরা গণশক্তিতে চাকরি করতেন বা সিপিএমের সর্বক্ষণে কর্মী ছিলেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছেন’।
শিয়রে পঞ্চায়েত ভোট। এদিন কালীঘাটে নিজের বাড়িতেই সাংসদ, বিধায়ক ও দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূলনেত্রী। বৈঠকে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সূত্রের খবর, সেই বৈঠকে বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ১৯৯৮ সাল থেকে পরিবর্তনের আগে পর্যন্ত দফতরে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল খতিয়ে দেখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রীকে।
এদিকে পঞ্চায়েত ভোটের ফের পর্যবেক্ষকের পদ ফিরছে তৃণমূল। এদিন সাংগঠনিক বৈঠকে বিভিন্ন জেলার ভাগ করে দেওয়া হল অরূপ,ফিরহাদ,মলয়দের।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।