অর্ণবাংশু নিয়োগী: ‘প্রতি অর্থবর্ষে বরাদ্দ কমাচ্ছে’। পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি মামলায় কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করল রাজ্য। ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।
খাতায়-কলমে পার্শ্বশিক্ষক, কিন্তু কাজ করতে হয় পূর্ণ সময়ের শিক্ষকদের মতোই। অথচ বেতনে ফারাক বিস্তর! কত? রাজ্যে উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন ১৬ হাজার, আর প্রাথমিকে ১৩ হাজার। কেন? মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।
এদিন মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানিতে রাজ্যের সওয়াল, ‘২০১৯-২০ অর্থবর্ষ থেকে পার্শ্বশিক্ষকদের বেতনে ৫ শতাংশ হারে বরাদ্দ কমাচ্ছে। ফলে ১৩০০ কোটি টাকা আর্থিক বোঝা চেপেছে সরকারে ঘাড়ে’। সঙ্গে দাবি, ‘অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ভালো বেতন পান পাশ্বশিক্ষকরা’। শুধু তাই নয়, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে উচ্চ প্রাথমিক পার্শ্বশিক্ষকদের তালিকাও পেশ করা হয় আদালতে।
⦾ DA, Mamata Banerjee: ‘ডিএ দেওয়ার ক্ষমতা নেই’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
এদিকে রাজ্যে বকেয়া ডিএ দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে আরও। ধর্মতলায় অনশনে বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ‘ডিএ দেওয়ার ক্ষমতা নেই’। বলেন, ‘আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডু কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন’।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।