⦾ ‘তৃণমূল কংগ্রেস একটা গঙ্গা। সেই গঙ্গায় অনেক নালাও এসে মিশেছে’। নিয়োগ দুর্নীতি নিয়ে সাফাই দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক। তিনি স্বচ্ছ, নিষ্পাপ। বাংলা মানুষকে তাঁকে বিশ্বাস’।
আরও চাকবি বাতিল! এসএসসি গ্রুপ ডি-র পর গ্রুপ সি-তে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। কতজনের? ৮৪২। শুধু তাই নয়, তালিকায় নাম রয়েছে খোদ শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে যুব তৃণমূলের সভাপতি সামসুর রহমান। তিনি আবার রাজ্য়ের শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০১৮ সাল থেকে ইটাহারের ছয়ঘরা হাই স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে সেই চাকরি এবার খোয়ালেন সামসুর।
এদিন কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘যাঁরা অন্যায় করেছেন, তাঁরা ফল ভোগ করবেন। কিন্তু তার মানে এই নয় যে, সবাই অন্যায় করেছেন। তৃণমূল কংগ্রেস একটা গঙ্গা। সেই গঙ্গায় অনেক নালাও এসে মিশেছে’।
⦾ Kunal Ghosh on Suvendu Adhikari: শুভেন্দু চাকরি দেন ১৫০ জনকে, নিয়োগ দুর্নীতি নিয়ে শিশিরপুত্রের অতীত খুঁড়লেন কুণাল
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। গ্রেফতার হয়েছেন ওই জেলায় দলের আর এক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষও।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।