India

Punjab: গলায় ছুরি! হস্টেলে ঢুকে যৌন নিগ্রহের চেষ্টা পঞ্জাবে

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মেয়েদের হস্টেলে ঢুকে যৌন নিগ্রহের চেষ্টা পঞ্জাবে। বৃহস্পতিবার শেষ রাতে পঞ্জাবের লুধিয়ানায় বাবা যশবন্ত সিংহ ডেন্টাল কলেজের মেয়েদের হস্টেলে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গলায় ছুরি ধরে এক আবাসিক ছাত্রীকে নিগ্রহের চেষ্টা চালায় বলে অভিযোগ। 

হস্টেলের পাঁচিল ডিঙিয়ে একদল যুবক শেষ রাতে হস্টেলে ঢোকার চেষ্টা চালায়, তাদেরই একজন গলায় ছুরি ধরে এক আবাসিক ছাত্রীর। ছাত্রীদের চিৎকারে অনুপ্রবেশের ঘটনা জানতে পারে হস্টেলের গার্ড। গার্ডদের আসতে দেখেই চম্পট দেয় অনুপ্রবেশকারী ওই দল।

⦾ Aligharh Child Death: মর্মান্তিক! ষাঁড়ের গুঁতোয় মৃত্যু ৪ বছরের শিশুর

এই ঘটনার একটি ভিডিয়ো এখন ভাইরাল। ভিডিয়োটিতে এক যুবককে পাঁচিল ডিঙিয়ে বেরোতে দেখা যাচ্ছে। এই গোটা ঘটনায় উত্তপ্ত হস্টেল ক্যাম্পাস। হস্টেলের সুরক্ষা ঘিরে সরব কলেজের ছাত্রীরা। তাঁদের সুরক্ষার দাবীতে আন্দোলন করেছে তাঁরা। তাঁদের দাবী, অনুপ্রবেশকারী ওই দল বাবা যশবন্ত সিংহ ডেন্টাল কলেজের পড়ুয়া নয়। গার্ড থাকতেও কীভাবে একদল যুবক হস্টেলে অনুপ্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে হস্টেলের সুরক্ষার।

এই ঘটনার তদন্তে নেমেছে পাঞ্জাব পুলিস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে পুলিস জানিয়েছে প্রায় ৭ থেকে ৮ মিনিট হস্টেলের ভিতর ছিল ওই দল। যদিও এখনও পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি।

মেয়েদের হস্টেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন নতুন নয়। শুধু পঞ্জাব নয়, নাগপুরের এক মেয়েদের হস্টেলে সতেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে দুই ব্যক্তি। পশ্চিমবঙ্গেও একাধিকবার মেয়েদের হস্টেলে অনুপ্রবেশ ঘটেছে। আক্রান্ত হয়েছে আবাসিক ছাত্রীরা। ২০২০ সালে প্রেমে প্রত্যাখ্য়াত হয়ে বিশ্বভারতীর ক্যাম্পাসে অসমের এক ছাত্রীর উপর হামলা চালায় ওই ক্যাম্পাসেরই আরেক ছাত্র। দু’জনেই ছিল কলাভবনের পড়ুয়া। এর আগেও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্বভারতীতেই গুলি করে এক ছাত্রীকে হত্য়া করে নিজেও আত্মঘাতী হয় বীরভূমের এক যুবক।

 

তবে কেবল বিশ্বভারতীই নয়, অতীতে খাস কলকাতার বুকেও ঘটেছে এমন ঘটনা। কলকাতার খ্যাতনামা লেডি বেব্রোন কলেজের হস্টেলেও অনুপ্রবেশের ঘটনায় সরগরম হয়ে উঠেছিল ছাত্রীদের একাংশ। অভিযোগ ছিল হস্টেলের পাঁচিল ডিঙিয়ে বহিরাগত একদল যুবক যখনতখন ঢুকে পড়ত হস্টেলের ভিতর। কার্ণিশ বেয়ে উঠে যেত ছাদে, এমনকী শৌচাগারেও উঁকিঝুঁকি মারত তারা। একাধিকবার হস্টেল কতৃপক্ষকে বলেও কোনো লাভ হয়নি। ছাত্রীদের আন্দোলনে পরবর্তীকালে নিরাপত্তা বাড়ানোর বন্দোবস্ত করেন হস্টেল কতৃপক্ষ।

⦾ Ghaziabad Couple Death: রং খেলে একসঙ্গে স্নান, বাথরুমেই মৃত্যু দম্পতির….

তবে পাঞ্জাবের লুধিয়ানায় এই ঘটনার পর হস্টেলে ছাত্রীদের নিরাপত্তাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে ছাত্রীদের অভিবাবকদের মনেও।

(————– সমাপ্ত ————–) 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।