West Bengal

অশোকনগর থেকে উদ্ধার ব্যাগ–ভর্তি বোমা, চরম আতঙ্কে ভুগছেন বাসিন্দারা

আজ, বুধবার অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ খেলার মাঠের পাশের গলি থেকে উদ্ধার হল ১১টি তাজা বোমা। সরাসরি বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অশোকনগর থানায়। অশোকনগর থানার পুলিশ তড়িঘড়ি বম্ব স্কোয়াডের কর্মীদের সঙ্গে নিয়ে এক জায়গা থেকে ব্যাগ ভর্তি ১০টি বোমা উদ্ধার করে। আর ঠিক কিছুটা দূরে পল্লিসংঘ মাঠের অন্য প্রান্ত থেকে উদ্ধার হয় আরও একটি তাজা বোমা। মোট ১১টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছে অশোকনগরে?‌ স্থানীয় সূত্রে খবর, দোল–হোলি উৎসবের মাঝেই তাজা বোমা উদ্ধার হল বঙ্গে। এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ খেলার মাঠের পাশের গলি থেকে বোমা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে মোট ১১টি তাজা বোমা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

ঠিক কী বলছেন মানুষজন?‌ স্থানীয় এক বাসিন্দা নির্মল চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। নির্মলবাবু বলেন, ‘‌আমাদের সঙ্গে কারও তো কোনও শত্রুতা নেই। তারপরেও বাড়ির সামনে সকালে দেখলাম এরকম ব্যাগ ভর্তি বোমা পড়ে রয়েছে। এই এলাকায় আগে তো এরকম কোনও ঘটনা দেখেনি। যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছি।’‌ স্থানীয় এক মহিলা বলেন, ‘‌আমরা তো এরকম বোমা কোনওদিন চোখে দেখেনি। এই প্রথম চোখের সামনে দেখলাম। পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে। আমরা যথেষ্ট ভয়ে আছি।’‌

আর কী জানা যাচ্ছে?‌ এই বোমা দেখতে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে জনসাধারণকে সরিয়ে জায়গাটিকে ঘিরে ফেলে। বোমাগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে, সেটা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।