West Bengal

ইসলামপুরে দলীয় কর্মী খুনে দলের পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করল তৃণমূল

চাপের মুখে ইসলামপুরে দলীয় কর্মী খুনে দলেরই পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করল তৃণমূল। অভিযুক্ত মেহেবুব আলমকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মেহেবুবকে বহিষ্কারের কথা জানান জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। তবে বিরোধীদের দাবি, পুরোটাই আই ওয়াশ।

গত ৮ মার্চ ইসলামপুরের মাটিকুন্ডা গ্রামে তৃণমূল নেতার ভাই শাকিব আখতারকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগ, সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান মেহেবুব আলম। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর। স্থানীয় বিধায়ক আবদুল করিম চৌধুরী অভিযোগ করেন, অভিযুক্ত মেহেবুব আলম জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালা আগরওয়ালের অনুগামী। এমনকী এই ঘটনার পিছনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মদত রয়েছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীকে তৎপর হতে অনুরোধ করেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বিধায়কপদে ইস্তফার হুঁশিয়ারি দেন। তবে নির্দিষ্ট সময় পার হলেও পদত্যাগ করেননি তিনি।

শনিবার মেহেবুব আলমকে বহিষ্কার করে শাকিব খুনে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল। তবে বিরোধীদের দাবি, পুরোটাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা। জেলার এক বিজেপি নেতা বলেন, ‘তৃণমূল মানুষকে কি বোকা ভাবে? মেহেবুব আলমের বিরুদ্ধে কি আগে কম অভিযোগ ছিল? তার পরও তাঁকে কেন প্রধান করেছিল তৃণমূল?’

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।