সিবিআইয়ের বিশেষ আদালতের হস্তক্ষেপে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রার জট কেটেছে। আজ, মঙ্গলবার তাঁকে আকাশপথে দিল্লি নিয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারই প্রস্তুতি সম্পন্ন করেছে আসানসোল জেল কর্তৃপক্ষ এবং আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আর তারপরই গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হলেন আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। সকাল ৭টায় আসানসোল জেল থেকে বের করে নিয়ে আসা হয়।
আজ, মঙ্গলবার দোলের ছুটি থাকা সত্ত্বেও অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তুলতে মরিয়া ইডি। কারণ, কোনওভাবে আর ‘দুবরাজপুর কাণ্ড’র পুনরাবৃত্তি চাইছে না তারা। কিছুদিন আগে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই খুনের চেষ্টার একটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। শিবঠাকুর মণ্ডল নামে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান অভিযোগ করেছিলেন। সে যাত্রায় দিল্লিযাত্রা ঠেকানো গিয়েছিল কেষ্টর। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনও ঝুঁকি নিতে রাজি নয় ইডি।
কেমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতায় আসার জন্য আসানসোল সংশোধনাগার কন্ট্রোলার কৃশানু গঙ্গোপাধ্যায় এবং একজন সহযোগীকে পাঠিয়েছে। নিরাপত্তায় রাখা হয়েছে আসানসোল–দুর্গাপুর পুলিশের একজন ইনস্পেক্টর, তিনজন সাব ইনস্পেক্টর এবং ১২ জন সশস্ত্র পুলিশের একটি বিশেষ বাহিনী। সঙ্গে দু’টি পাইলট গাড়িও। অনুব্রতর কনভয়ের সামনে এবং পিছনে রয়েছে একটি করে পাইলট গাড়ি। অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয়েছে জেলা হাসপাতালের একজন চিকিৎসক অমিয়সিন্ধু দাস–সহ আর একজনকে। বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতিকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর অবকাশকালীন আদালতেই শুনানি হবে বলে জানা গিয়েছে।
আর কী জানা যাচ্ছে? কলকাতায় জোকা ইএসআই হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ইডির হাতে তুলে দেওয়া হবে। কার্ডিওলজি, সার্জারি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে ‘ফিট সার্টিফিকেট’ দিলে জেল কর্তৃপক্ষ কেষ্টকে ইডির হাতে তুলে দেবে। তারপরই তাঁকে নিয়ে আকাশপথে দিল্লি যাওয়ার কথা ইডির। একই মামলায় দিল্লিতে আগেই জেলবন্দি রয়েছেন অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেন এবং গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক। অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে এবং সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সূত্রের খবর।
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।