অবশেষে বৃষ্টি নামল কলকাতায়। গত বছরের অক্টোবরের পর এই প্রথমবার বৃষ্টির স্বাদ পেল মহানগরী। শুধু কলকাতা নয়, কালবৈশাখীর মরশুমে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বইছে দমকা হাওয়া। সেইসঙ্গে কয়েকটি জায়গা থেকে শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। তবে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা মরশুমের প্রথম কালবৈশাখীর স্বাদ পাওয়া থেকে এখনও বঞ্চিত আছে।
বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলা যে মরশুমের প্রথম কালবৈশাখী পেতে চলেছে, তা আগেভাগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার রাতের দিকে কলকাতা-সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। মরশুমের প্রথম কালবৈশাখীর ফোঁটা মাটিতে পড়তেই মাটির সোঁদা গন্ধে যেন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতার মানুষের চিত্ত জুড়িয়ে যায়। তারইমধ্যে পূর্ব বর্ধমানের কালনা এবং নদিয়ার একাংশ থেকে শিলাবৃষ্টির খবরও মিলেছে। সেইসঙ্গে কয়েকটি জায়গায় দমকা হাওয়া বইছে।
(বিস্তারিত পরে আসছে)
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।