West Bengal

ডিভিশন বেঞ্চে গ্রুপ সির চাকরি চোরেরাও

SSC গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরি চোরেরা। সোমবার ৮৪২ জন চাকরি চোর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তাদের মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গত ৯ মার্চ SSC গ্রুপ সি-র কারচুপি করা OMR শিটগুলি প্রকাশ করে কমিশন। এর পর শুক্রবার তার মধ্যে ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি। এদের মধ্যে ৫৭ জনের নিয়োগ হয়েছিল কোনও সুপারিশপত্র ছাড়াই। ফলে তাদের সরাসরি বরখাস্ত করে আদালত। বাকিদের শনিবারের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে বরখাস্ত করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। সেই মতো শনিবার বিজ্ঞপ্তি জারি করে বাকিদের বরখাস্ত করে কমিশন। তার মধ্যে রয়েছে বহু তৃণমূল নেতা মন্ত্রীর আত্মীয় ও ঘনিষ্ঠের নাম। রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল চাকরি চোরেরা। এর আগে গ্রুপ ডি ও নবম – দশমেও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল চাকরি চোরেরা। এবার সেই পথে হাঁটল গ্রপ সির চাকরি চোরেরাও।

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।