West Bengal

প্রয়াত কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী সমরাদিত্য পাল

প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টে প্রখ্যাত আইনজীবী তথা ব্যারিস্টার সমারাদিত্য পাল ওরফে বাচ্চু পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ বৃহস্পতিবার ভোরে নিউ আলিপুরের বাড়িতে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ বাচ্চু পাল। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল থেকে শুরু করে বিচারপতিরা। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কলকাতা হাইকোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়েছে।

কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন সমরাদিত্য পাল।স্নাতকোত্তর ও এলএলবি পাশ করার পর তিনি লন্ডনের ইনার টেম্পেল থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। তারপরেই আইনজ্ঞ হিসেবে পেশা শুরু করেন। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তিনি লড়েছেন। টাটা গোষ্ঠীর হয়েও একাধিক মামলায় সওয়াল করেন বাচ্চু পাল। যার মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গুর মামলা। সেই সময় তিনি টাটা গোষ্ঠীর হয়ে মামলা লড়েছিলেন। এছাড়াও ২০১৩ সালের পঞ্চায়েত মামলায় তিনি নির্বাচন কমিশনের হয়ে লড়ে ছিলেন। সেবার পঞ্চায়েতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছিল। এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলা তিনি লড়েছেন। তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমা পাল। কলকাতা হাইকোর্টের লাইব্রেরী সদস্য থাকার পাশাপাশি বাচ্চু পাল কলকাতা ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।

বার লাইব্রেরির প্রাক্তন সভাপতি প্রমিত রায় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘উনি শুধু প্রখ্যাত আইনজীবীই ছিলেন না একজন ভালো মনের মানুষ ছিলেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তিনি লড়েছেন। আইনের ওপর একাধিক বইও তিনি লিখেছিলেন।’

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।