West Bengal

বাতিল হওয়া গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, প্রথম

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে সম্প্রতি বাতিল হয়েছিল গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিল হয়েছিল। এবার সেই ৮৪২টি শূন্যপদের মধ্যে থেকে ১০০টি পদে কর্মী নিয়োগের জন্য কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ১০ দিনের মধ্যে বাতিল কর্মীদের বদলে ওয়েটিং লিস্ট থেকে কর্মী নিয়োগ করতে হবে। এই আবহে এসএসসি বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগামী ২৩ মার্চ হতে চলেছে প্রথম দফার কাউন্সেলিং। প্রথম দফায় ১০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করবে এসএসসি। (⦾ ডিএ আন্দোলনের পারদ চড়ল মেঘলা দিনে, আজ থেকে শুরু সরকারি কর্মীদের ‘অসহযোগিতা’)

শুক্রবার এসএসসি একটি বিবৃতি জারি করে বলে, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের গ্রুপ সি চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। এই তালিকা প্রার্থীদের মেধা মেনে তৈরি করা হয়েছে।’ এদিকে বিজ্ঞপ্তিতে এসএসসি-র তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রথম পর্বের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে তালিকায় নাম থাকা প্রার্থীদের। সেদিন যাঁদের কাউন্সেলিং হবে, তাঁদের প্রত্যেককেই চিঠি পাঠানো হয়েছে। কমিশনের ওয়েবসাইট থেকেও যোগ্য প্রার্থীরা চিঠি ডাউনলোড করে নিতে পারেন। বৈধ চিঠি ছাড়া কাউকেই কাউন্সেলিংয়ে ঢুকতে দেওয়া হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি সমস্ত রকম নথিও আনতে বলা হয়েছে প্রার্থীদের।

⦾ চিনা লোন অ্যাপ কাণ্ডে রেজরপে, তিন NBFC-সহ সাত সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের ED-র

এদিকে কমিশনের তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও প্রার্থী যদি কোনওভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তালিকা থেকে বাদ দেওয়া হবে তাঁর নাম। এদিকে উল্লেখিত তারিখে যদি যোগ্য প্রার্থী অনুপস্থিত থাকেন, তাহলে পরবর্তীতে তাঁর কাউন্সেলিং হবে না বলে জানিয়েছে কমিশন। অবশ্য উপযুক্ত কারণ দেখাতে পারলে ফের সুযোগ দেওয়া হবে উক্ত প্রার্থীকে।

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।