বিধানসভায় দাঁড়িয়ে সেচমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিধানসভার অভিবেশন চলাকালীন বিরোধী দলনেতার হুমকি দেওয়ার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গে নোটিশ আনবে তৃণমূল। বিধানসভার আগামী অধিবেশনে এই নোটিশ দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে আলোচনার সময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সেচমন্ত্রী ও বিরোধী দলনেতা। সেই সময় মেজাজ হারিয়ে শুভেন্দু বলেন, ‘এক মাসের মধ্যে সিধে করে দেব। এক মাসের মধ্যে ঢুকিয়ে দেব। আপনার নামে ভোট পরবর্তী হিংসার মামলা আছে। এক মাসের মধ্যে আপনাকে দেখে নেব।’
বিরোধী দলনেতার এই বক্তব্যের জন্য কড়া বার্তা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য রেকর্ডে রাখার কথাও জানান তিনি।
সেচমন্ত্রী এ নিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান। এ বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনবে তৃণমূল।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।