West Bengal

বেপরোয়া ট্রাকের ধাক্কা তিনটি গাড়িতে, শ্রীরামপুরে পিষে মৃত্যু হয়েছে দু’‌জনের‌

আজ, সোমবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িকে মারল। হুগলির শ্রীরামপুর থানার অধীন পিয়ারাপুর বাঙ্গিহাটি দিল্লি রোডের উপর এই পথ দুর্ঘটনাটি ঘটে। এই পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল দু’‌জনের। আহতও হয়েছেন জন। এই ঘটনায় উত্তেজিত জনতা দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

ঠিক কী ঘটেছে দিল্লি রোডে?‌ স্থানীয় সূত্রে খবর, ডানকুনির দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক এবং সাইকেলে ধাক্কা মেরে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। তখন গাড়িগুলিও টাল সামলাতে না পেরে সামনে থেকে আসা তিনটি মোটরবাইককে পিষে দেয়। এই ঘটনায় দুই মোটরবাইকের আরোহীর মৃত্যু হয়েছে। আর জখম হয়েছে দু’জন ব্যক্তি। ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ঘাতক ট্রাকটি। শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে আচমকা একটি গাড়ি ও তিনটি বাইকে ধাক্কা দেয় লরিটি। দুর্ঘটনার জেরে একজন চাকায় পিষ্ট হয়ে ট্রাকে আটকে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় একজনকে। আর ওই ট্রাকে আটকে যাওয়া ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে খবর।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে যাচ্ছিল ট্রাকটি। দিল্লি রোডের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারে সজোরে। গাড়িগুলিও টাল সামলাতে না পেরে সামনের দিক থেকে আসা তিনটি মোটরবাইকে ধাক্কা মারে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক তিনটিকে ধাক্কা মেরে ইটের খাঁজে গিয়ে আটকে যায়। তখন মোটরবাইক আরোহীরা ছিটকে পড়েন রাস্তায়। আর তাদের পিষে দিয়ে চলে যায় সেই ট্রাক। তার জেরেই দু’‌জনের মৃত্যু হয়।

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। অবরুদ্ধ হয়ে পড়েছে দিল্লি রোড। তীব্র যানযট তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ কর্মীরা। ক্রেন দিয়ে ঘাতক ট্রাকটিকে সরানো হচ্ছে। কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতক গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, চালকের কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।