West Bengal

মামাবাড়িতে রং খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল কিশোরের

দোলযাত্রা উপলক্ষে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল কিশোর। কিন্তু রং খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কিশোরের। গেটের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হল ওই স্কুল ছাত্রের। আনন্দের দিনে এরকম মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। মৃত স্কুল ছাত্রের নাম শুভদীপ প্রামাণিক (১৭)। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে। শুভদীপ একমাত্র সন্তান হওয়ায় শোকে পাথর তার বাবা-মা। আনন্দের দিনে যে এরকম ভাবে কিশোরের মৃত্যু হবে তা ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রানাঘাটের হাবিবপুরের তারাপুরের বাসিন্দা ছিল ওই কিশোর। দোলযাত্রা উপলক্ষে শান্তিপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মাসির বাড়িতে দেখা করতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। আচমকা তাঁর উপর ভেঙে পড়ে গেটের স্ল্যাব। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা বাবলু কুমার প্রামাণিক জানিয়েছেন, ‘ছেলে খুব একটা বাইরে বেড়াতে যেত না। কোথাও গেলে বাড়ি থেকে অনুমতি নিয়ে যেত। রং খেলার জন্য অনুমতি নিয়ে মামার বাড়িতে গিয়েছিল সে। তারপরে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।’ আচমকা ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না শুভদীপের বাবা এবং তার মা। শুভদীপের মামা জানান, বাড়ির স্ল্যাবটি দুর্বল অবস্থায় ছিল। হঠাৎ কীভাবে ভেঙে পরল তা জানি না। শুভদীপ সকালে রং খেলার জন্য এসেছিল। বিকেলে মাসির বাড়ি যাবে বলে বের হচ্ছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়াও, দোলের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় পৃথক পথ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। পাশাপাশি, দোলের দিন রং খেলার পর কলকাতায় জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনের মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু’জনই রং খেলার পর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।