West Bengal

মেয়ে দিল্লি আসছে শুনেই গরুপাচারের দায় সায়গলের ঘাড়ে ঠেললেন অনুব্রত

গরুপাচারে ব্যাপারে তিনি কিছু জানেন না। চেনেন না এনামুলকেও। সব নষ্টের গোড়া ওই সায়গল। মেয়ের সামনে বসে জেরা করা হবে খবর পেয়েই নিজের অবস্থান বদলে জানালেন অনুব্রত। এমনই জানা গিয়েছে ইডি সূত্রে। তবে ইডির গোয়েন্দারাও ছাড়ার পাত্র নন। বুধবার মেয়ে সুকন্যার সামনে বসাচ্ছেনই অনুব্রতকে।

আগামী বুধবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লি ডেকে পাঠিয়েছে ইডি। তাঁর সামনে বসিয়ে বাবাকে জেরা করা হবে বলে সূত্রের খবর। মঙ্গলবার তলব করা হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। সে খবর পৌঁছেছে কেষ্টর কাছে। তার পরই রং বদলাতে শুরু করেছেন তিনি। ইডি সূত্রে খবর, এতদিন অনুব্রত বলছিলেন ‘কিছু মনে নেই’। এখন তিনি বলছেনস, তিনি কিছু জানেন না। এনামুলকেও চেনেন না। যা করেছে সব সায়গল।

এর আগে ইডির দফতরে একাধিকবার হাজিরা দেন অনুব্রতর মেয়ে সুকন্যা। তবে প্রতিবারই তিনি তদন্তকারীদের জানান, তিনি এসবের ব্যাপারে কিছু জানেন না। বাবা সব বলতে পারবেন। যদিও তদন্তে উঠে আসে, ভোলে ব্যোম রাইস মিলসহ অনুব্রতর একাধিক ব্যবসা পরিচালনা করতেন সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, তেমন হলে অনুব্রত, সায়গল ও সুকন্যাকে মুখোমুখি বসাতে পারে ইডি।

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।