রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্পের উদ্দেশ নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ওই প্রকল্পের প্রচারের সরকারি নির্দেশিকা প্রকাশ করে তিনি তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। শুভেন্দুবাবুর দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে রাস্তা মেরামতির তোমন কোনও সম্পর্ক নেই।
রবিবার রাস্তাশ্রী প্রকল্পের প্রচার পরিকল্পনার সরকারি নির্দেশিকা প্রকাশ করেন শুভেন্দুবাবু। তাতে কী ভাবে বিভিন্ন মাধ্যমে প্রকল্পের প্রচার করতে হবে তার বিস্তারিত বিবরণ রয়েছে। জেলা থেকে গ্রাম পঞ্চায়েতে হোর্ডিং দিয়ে কী ভাবে প্রকল্পের কথা তুলে ধরতে হবে তার বিস্তারিত বিরণ রয়েছে সেখানে। কী ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে রয়েছে তার রণনীতিও।
এই নির্দেশিকা প্রকাশ করে শুভেন্দুবাবু লিখেছেন, অ্যাডিনোভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থায় কোনও উদ্যোগ নেই। মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ দিচ্ছেন নইলে তাঁর মুন্ডু। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে রাস্তাশ্রীর বিজ্ঞাপণে কোটি টাকা খরচ হবে। কারণ পঞ্চায়েতই তৃণমূলের রুজিরুটি।
শুভেন্দুর টুইটের জবাবে তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘ভোট তো লেগেই থাকে। সেজন্য উন্নয়ন আটকে থাকবে না কি?’
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।