উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে আয়না দেখলেন রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী ফিরহাদ হাকিম। টাকা নিয়ে শিক্ষকের চাকরি হয়েছে, এই পড়ুয়াদের ভবিষ্যৎ কী? প্রশ্নের মুখে মাথা নীচু হয়ে গেল ফিরহাদের। তখন তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর মেয়ে।
মঙ্গলবার নিজের এলাকা কলকাতা পুরসভায় ৮২ নম্বর ওয়ার্ডে একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যান ববি। তখনই প্রশ্নের মুখে পড়েন তিনি। মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ভেসে আসে, রাজ্যে শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। এই অবস্থায় এই সব পড়ুয়াদের ভবিষ্যৎ কী? প্রশ্নের মুখে মাথা নীচু হয়ে যায় ফিরহাদের। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে তিনি বলেন, আমি জানি না কী হয়েছে। সত্যি সত্যিই টাকা নিয়ে চাকরি হয়ে থাকলে সেটা আমাদের কাছে লজ্জার। তবে যতক্ষণ না এবিষয়ে কিছু প্রমাণিত হচ্ছে মন্তব্য করা উচিত নয়’।
তিনি আবার বলেন, ‘এই পার্থদাকে আমি চিনতাম না। এই পার্থদা আমার কাছে নতুন। বহু বছর আমি পার্থদার সঙ্গে রাজনীতি করেছি। এটা কোনও দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে কেউ টাকা নিয়ে চাকরি বিক্রি করতে পারে।’
দল তাঁকে বহিষ্কার করলেও তিনি দলের সঙ্গে রয়েছেন বলে বারবার জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে ববি বলেন, ‘দলে কে থাকবে আর কে থাকবে না সেটা ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে বিশ্বাস করাটা ভুল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ঠকেছেন।’
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন একের পর এক তৃণমূল নেতা ও বিধায়ক। বাতিল হয়েছে হাজার হাজার চাকরি। ১০ বছরের বেশি সময় পার্থর সঙ্গে একই মন্ত্রিসভার সদস্য হয়েও ফিরহাদের এসব কিছুই জানা ছিল না তা মানতে নারাজ অনেকেই।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।