এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 09 Mar 2023, 08:25 AM IST Ayan Das
শেয়ার করুন
Madhyamik 2023 duties amid DA Strike: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটের মধ্যেই আগামিকাল থেকে মাধ্যমিকের উত্তরপত্র বিলি শুরু করা হচ্ছে। তারইমধ্যে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে কী বলা হল, তা দেখে নিন –
1/5মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আগামিকাল (১০ মার্চ) প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেদিন থেকেই মাধ্যমিকের উত্তরপত্র বিলি শুরু হচ্ছে। সেই পরিস্থিতিতে নির্ঝঞ্জাটভাবে উত্তরপত্র বিলি করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ করা হল। সেইসঙ্গে পড়ুয়া এবং সমাজের স্বার্থের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম যে ‘জরুরি এবং বাধ্যতামূলক’, তা পর্ষদের তরফে স্মরণ করিয়ে দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক এবনং পিটিআই প্রতীকী)2/5মাধ্যমিকের উত্তরপত্র বিলি নিয়ে বুধবার মূল পরীক্ষক, পরীক্ষক, জেলা আহ্বায়ক এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে পর্ষদ। বুধবারর বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে ১০ মার্চ, ১১ মার্চ, ১৩ মার্চ, ১৫ মার্চ এবং ১৯ মার্চ উত্তরপত্র বিলি করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)3/5মূল পরীক্ষক এবং পরীক্ষকদের উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে পর্ষদের তরফে জানানো হয়েছে, পড়ুয়া এবং বৃহত্তর সমাজের স্বার্থে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও কাজ অত্যন্ত জরুরি ধরনের এবং বাধ্যতামূলক। ২০০৪ সালের মধ্যশিক্ষা পর্ষদ (শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের আচরণ এবং শৃঙ্খলা) নিয়মের ১৭ (২) এবং ১৯ ধারার আওতায় সেই বিষয়ে পদক্ষেপ করা হয় বলে জানিয়েছে পর্ষদ। সেইসঙ্গে পর্ষদের তরফে মূল পরীক্ষক এবং পরীক্ষকদের ‘উপযুক্তভাবে কাজ করা’ এবং উত্তরপত্র বিলি ও গ্রহণের আর্জি জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)4/5এমনিতে পর্ষদের বিজ্ঞপ্তিতে ডিএ সংক্রান্ত প্রশাসনিক ধর্মঘটের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের আগে পর্ষদের সেই বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ডিএয়ের দাবিতে প্রশাসনিক ধর্মঘটের কারণে মাধ্যমিকের উত্তরপত্র বিলির মধ্যে অভিসন্ধি দেখছিলেন শিক্ষক মহলের একাংশ। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)5/5কোন কোন দাবিতে প্রশাসনিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে? বকেয়া ডিএ প্রদান, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান-সহ একগুচ্ছ দাবিতে ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যাঁরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ ডিএ পান। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ ডিএ পান। যা দিনকয়েকের মধ্যে বেড়ে ৪২ শতাংশ হতে পারে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।