Nation & World

অবসরের পর মাসে ২০,০০০ টাকা সুদ মিলবে! পোস্ট অফিসের এই

SCSS Interest Rate: চলতি মাসের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার সংশোধন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার আরও বাড়তে পারে (SCSS) বলে আশা প্রবীণ নাগরিকদের।

২০২২-২৩ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে SCSS-এর সুদের হার পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে, এতে ৮% সুদের হার মেলে। তার চেয়েও বেশি রিটার্ন মিললে যে এটি বেশ লোভনীয় একটি বিনিয়োগের অপশন হবে, তা বলাই বাহুল্য। ⦾ Best FD Rate: দেশের কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বেশি টাকা পাবেন? রইল সম্পূর্ণ তালিকা

SAG ইনফোটেকের MD অমিত গুপ্ত অবশ্য বলছেন, ‘SCSS-র সুদের হার আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম।’

মাইফান্ডবাজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের CEO ও প্রতিষ্ঠাতা বিনীত খান্দারেও এই বিষয়ে একমত। SCSS সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি। তবে সরকার ‘গভর্নমেন্ট সিকিউরিটিজে’-র রিটার্ন বৃদ্ধির কারণে স্বল্প-মেয়াদি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু SCSS-র সুদের হার খুব সম্প্রতিই সংশোধিত হয়েছে, সেহেতু ফের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন বিনীত খান্দারে।

গত কয়েক ত্রৈমাসিকে বিভিন্ন পলিসির সুদের হারে বেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের (SCSS) সুদের হারও সেই তালিকায় ছিল।

তবে একটি বদল হচ্ছেই

সরকার শীঘ্রই ২০২৩ সালের বাজেটে ঘোষণা অনুযায়ী SCSS স্কিমের জন্য নতুন বিনিয়োগের সীমা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। ঘোষণার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনও বাকি আছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে বলেছিলেন, প্রবীণ নাগরিকদের তাঁদের SCSS অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করার অনুমতি দেওয়া হবে।

অমিত গুপ্ত বলেন, ‘SCSS অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করার মাধ্যমে প্রবীণ নাগরিকরা সুদবাবদ আয়ের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। প্রবীণ নাগরিক দম্পতিরা একত্রে রাখলে ৪০,০০০ টাকা পর্যন্ত সমন্বিত সুদবাবদ আয় করতে পারবেন প্রতি মাসে।

SCSS অ্যাকাউন্টের টাকা ৫ বছরে ম্যাচিওর হয়। এতে ৮% হারে বর্তমানে সুদ মেলে। এটি অ্যাকাউন্ট ধারক আরও তিন বছরের জন্য বাড়ানো যেতে পারে। 

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।