‘ক্যাপ্টেন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নেতৃত্বে কীভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা কাজ করে, তা বোঝাতে ক্রিকেটের প্রসঙ্গ টেনে আনলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি দাবি করেন, মোদীর নেতৃত্বে সকাল থেকেই ‘নেট প্র্যাকটিস’ শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলে। সেইসঙ্গে তিনি জানান, শুধু ঘরের মাঠে জিতে সন্তুষ্ট থাকতে চায় না মোদী সরকার, বরং ক্রিকেট দলের মতো বিদেশেও জিততে চায়।
শুক্রবার নয়াদিল্লিতে ‘রাইসিনা ডায়লগ’ অনুষ্ঠানে যোগ দেন। যে অনুষ্ঠানে ছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ইংল্যান্ডের পুরুষ দলের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাজ বোঝাতে গিয়ে ক্রিকেটের প্রসঙ্গ টেনে আনেন জয়শংকর। তিনি বলেন, ‘অধিনায়ক (প্রধানমন্ত্রী) মোদীর সঙ্গে সকাল ছ’টায় নেট প্র্যাকটিস শুরু হয় এবং অনেকটা রাত পর্যন্ত সেই (নেট প্র্যাকটিস) চলে। উনি আশা করেন, উনি যদি সুযোগ দেন, তাহলে আপনি ওঁনার উইকেট তুলে নেবেন।’
⦾ Jaishankhar’s clear message to China- সম্পর্ক স্বাভাবিক নেই, ‘প্রকৃত সমস্যা’ মেটাতে হবে, চিনকে স্পষ্ট বার্তা জয়শংকরের
বিষয়টি আরও ব্যাখ্যা করে ভারতের বিদেশমন্ত্রী আরও বলেন, ‘আমার মতে, নিজের বোলারদের (ক্যাবিনেট মন্ত্রীদের) কিছুটা স্বাধীনতা দেন ক্যাপ্টেন মোদী। উনি (মোদী) আশা করেন যে উনি (মোদী) সুযোগ দিলে আপনি তাঁর উইকেট তুলে নেবেন। যে সব কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়, সেটার ভিত্তিতে আমি এই কথা বলব। লকডাউনের (করোনাভাইরাস মহামারীর সময় ২০২০ সালের মার্চে যে কঠোর লকডাউন ডাকা হয়েছিল) সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে।’
⦾ Trinamool MP’s Jab at Jaishankar: ‘গুজরাট দাঙ্গা নিয়ে আপনার বাবা বলেছিলেন…’, জয়শংকরকে খোঁচা তৃণমূল সাংসদের
বিদেশনীতি নিয়ে আমজনতার মধ্যে আগ্রহ
সম্প্রতি আমজনতার মধ্যে বিদেশনীতি নিয়ে যে আগ্রহ বেড়েছে, সেই প্রসঙ্গেও ক্রিকেটের উপমা টেনে আনেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘কারণ এখন বিশ্ব একটা কঠিন জায়গায় আছে। আরও বেশি সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী হয়ে উঠছেন। সেইসঙ্গে ভারত যে সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে, সেটা হল দ্বিতীয় কারণ। একটি ক্রিকেট দল যেমন শুধু ঘরের মাঠে ম্যাচ জিতে সন্তুষ্ট থাকে না, তেমনই আমরাও বিদেশে ম্যাচ জিততে চাই না।’
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।