এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 11 Mar 2023, 07:53 PM IST Soumick Majumdar
শেয়ার করুন
শুরু থেকেই হিন্ডেনবার্গ কাণ্ড নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়েছেন মহুয়া মৈত্র। নতুন টুইটেও আদানি গোষ্ঠীর বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রচেষ্টার সমালোচনা করেন তিনি।
1/5বিশ্বজুড়ে রোডশো করার পরিবর্তে সত্যিটা প্রকাশ করা উচিত আদানি গোষ্ঠীর। এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে স্টক ম্যানিপুলেশন এবং বিপুল দেনার অভিযোগের পর থেকে আদানি গ্রুপের শেয়ারে ধস নেমেছে। বাজার থেকে প্রায় ১২৭ বিলিয়ন মার্কিন ডলার মুছে গিয়েছে সংস্থার। ফাইল ছবি: রয়টার্স (Reuters)2/5শুরু থেকেই হিন্ডেনবার্গ কাণ্ড নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়েছেন মহুয়া মৈত্র। নতুন টুইটেও আদানি গোষ্ঠীর বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রচেষ্টার সমালোচনা করেন তিনি। ফাইল ছবি: পিটিআই (Reuters)3/5মহুয়া লেখেন, ‘আদানি আগামী কয়েকদিন ধরে বিনিয়োগকারীদের জন্য রোডশো করতে চলেছেন। কিন্তু আদানি গোষ্ঠীর কাছে দাবি এটুকুই: মালিকানা কার, সম্পর্কের ভিত্তিতে চুক্তি, সরকারি যোগ, মোট ঋণ এবং সংস্থার লিকুইডিটি স্পষ্ট করা। এগুলি বাদে বিনিয়োগকারীদের জন্য বিশ্বব্যাপী রোডশো করাটা অর্থহীন। শুধু সত্যটুকু নিয়েই সামনে আসুন।’ ফাইল ছবি: টুইটার (Reuters)4/5অন্যদিকে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বিলিয়নেয়ার গৌতম আদানি এবং তাঁর পরিবার আদানি গ্রুপের শেয়ার দ্বারা প্রাপ্ত সমস্ত ঋণের কিস্তি আগেভাগেই মিটিয়ে দিয়েছেন। লন্ডনে এক বৈঠকে বিনিয়োগকারীদের উদ্দেশে সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকরা এই কথা জানিয়েছেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)5/5আরও এক ব্লুমবার্গ প্রতিবেদন অনুযায়ী, আদানি গ্রুপ বৃহস্পতিবার প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ঋণ কিস্তি শোধ করেছে। ঋণ মেটানোর মাধ্যমে নিজেদের আর্থিক পরিস্থিতির দৃঢ়তার প্রমাণ দিতে চাইছে সংস্থা। ফাইল ছবি: এপি (Reuters)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।