কী রাগ! সিলিন্ডার খুলে আগুন লাগিয়ে দিলেন যুবক, দশ জন

গাজিয়াবাদের লোনিতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ ঘটনা। এক ব্যক্তি এলপিজি সিলিন্ডারের পাইপ খুলে নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এর জেরে আহত হয়েছেন ১০জন। এই ঘটনায় আহত দশজনকে দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। 

পুলিশ সূত্রে খবর, সুরেশ কুমার নামে ওই ব্যক্তির সঙ্গে পরিবারের কিছু সমস্যা ছিল। আর সেই রাগে তিনি গ্য়াসের পাইপ লাইন খুলে আগুন লাগিয়ে দেন। 

এসিপি রজনীশ কুমার উপাধ্য়ায় জানিয়েছেন,  শুক্রবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ খবর এসেছিল একটি এলপিজি সিলিন্ডার ফেটে গিয়েছে। বহু মানুষ আহত হয়েছেন।এদিকে সেখানে গিয়ে শোনা যায় সুরেশ নামে এক ব্যক্তি গ্যাসের পাইপলাইন খুলে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। পরে সুরেশ সহ কয়েকজন জখম হয়েছিলেন। 

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। কেন এই ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। নিশা নামে এক প্রতিবেশী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওদের মধ্য়ে একটি পারিবারিক ঝামেলা চলছিল। সেই সময় গ্যাসের সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয় সুরেশ। এর জেরে সে নিজেও আহত হয়েছে।  আমার বাবাও সাহায্য করতে গিয়েছিল। তখন বাবাও আহত হয়েছেন। 

এদিকে প্রতিবেশীদের দাবি, ওই বাড়িতে প্রায়ই ঝগড়া হয়। রোজকার ব্যাপার। কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছে না। তার পরিণতিতেই এই ভয়াবহ ঘটনা হয়েছে। 

তবে সুরেশদের পরিবার অবশ্য় পুলিশের দাবি মানতে চায়নি। তারা উড়িয়ে দিচ্ছেন স্থানীয়দের যুক্তি। 

সুরেশের বাবা বাবুরাম  জানিয়েছেন, সিলিন্ডারের কাছে আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। আচমকাই গ্যাস বেরোতে শুরু করে। কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সেটা বাড়িতেই রয়েছে। আসলে সিলিন্ডার থেকে যে গ্যাস বের হচছিল সেটাই ছড়িয়ে পড়ে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। 

এদিকে গোটা ঘটনার ব্যাাপারে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। এই ঘটনায় আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ধরনের ঘটনা থেকে বাস্তবে বড় ঘটনা হয়ে যেতে পারে। পুলিশ এনিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলছে। 

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।