Nation & World

‘ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি বেশি করে ঋণ দিন,’ ব্যাঙ্কগুলিকে আর্জি মোদীর

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 07 Mar 2023, 10:13 PM IST Soumick Majumdar

শেয়ার করুন

তিনি বলেন, আজ থেকে ৮-১০ বছর আগেও যে ব্যাঙ্ক ধ্বংসের মুখে ছিল, আজ তারাই দারুণ লাভজনক। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিকে সাধারণ, ছোট ব্যবসায়ীদের এগিয়ে আসতে সাহায্য করার আহ্বান জানান তিনি।

1/5বিশ্ব অর্থনীতিতে ভারত একটি ‘উজ্জ্বল স্থান’ হিসাবে নিজের পরিচয় গড়ে নিয়েছে। এমন সুযোগের সদ্ব্যবহার করুন। দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সহজে ঋণ প্রদান, ঋণ দেওয়ার গতি বাড়াতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাওয়ার অনুরোধ জানান তিনি। ফাইল ছবি: এএনআই (ANI)2/5তিনি বলেন, আজ থেকে ৮-১০ বছর আগেও যে ব্যাঙ্ক ধ্বংসের মুখে ছিল, আজ তারাই দারুণ লাভজনক। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিকে সাধারণ, ছোট ব্যবসায়ীদের এগিয়ে আসতে সাহায্য করার আহ্বান জানান তিনি। ফাইল ছবি: এএনআই (ANI)3/5তিনি বলেন, এই সরকার ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা দূর করেছে। আবার লুকানো নন-পারফর্মিং অ্যাসেট (NPA) চিহ্নিত করার জন্য একটি সম্পদের গুণমান পর্যালোচনার মাত্রাও (AQR) চালু করেছে।  ফাইল ছবি: এএনআই (ANI)4/5মহামারী চলাকালীন ১.২০ কোটিরও বেশি MSME-কে সহায়তা দেওয়া হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাজেটে ২ লক্ষ কোটি টাকার অতিরিক্ত বন্ধকহীন ঋণ বরাদ্দ করা হয়েছিল। ‘জেএএম ট্রিনিটি’-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফাইল ছবি: এএনআই (ANI)5/5তিনি জানান, এর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ যুবককে গ্যারান্টি ছাড়াই ২০ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন তাঁরা। ২০২৩-২৪ সালের বাজেটে মূলধন ব্যয় বাড়িয়ে ১০ লক্ষ কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী বেসরকারি খাতকে সরকারের সঙ্গে সমান গতিতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, করের হার হ্রাস করা হয়েছে। ২০১৩-১৪ সালে দেশে ৩.৫ কোটি ট্যাক্স রিটার্নের সংখ্যা ছিল। সেখান থেকে বেড়ে ২০২০-২১ সালে ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের সংখ্যা ৬.৫ কোটিতে পৌঁছে গিয়েছে।  ফাইল ছবি: পিটিআই (ANI)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।