Nation & World

ছেলে,মেয়েরা কেউ দেখেন না! রাগে কোটি টাকার সম্পত্তি যোগী সরকারকে

ছেলেমেয়েরা কেউ আসেন না, কেউ দেখেন না! গ্রামের বৃদ্ধাশ্রমে দিন কাটে নাথু সিংয়ের। চার মেয়ে ও এক সন্তানের বাবা বিপত্নীক নাথু সিংয়ের বয়স ৮৫ বছর। প্রবল একাকীত্ব রোজ নতুন করে যেন জাঁকিয়ে বসে। পরিবার থাকা সত্ত্বেও কেউ নেই! এমন এক কঠিন সময়ে নাথু সিং রাগের বশবর্তী হয়ে নিজের কোটি টাকার সম্পত্তি রাজ্যের যোগী সরকারকে দিয়ে দিলেন। ঘটনা উত্তর প্রদেশের। সেখানের মুজাফ্ফরনগরের বাসিন্দা নাথু সিংয়ের করুণ কাহিনি অনেককেই ভাবিয়ে তুলছে!

মুজাফ্ফরনগরের ৮৫ বছর বয়সী নাথু সিং তাঁর দেহ দান করেছেন এক এক স্থানীয় মেডিক্যাল কলেজে। নাথু সিংয়ের কাছে রয়েছে একটি বাড়ি। সম্পত্তির পরিমাণ ১.৫ কোটি টাকা। তবে নেই কোনও ‘কাছের মানুষ’। নাথু সিংয়ের ছেলে সাহারানপুরের এক স্থানীয় স্কুলের শিক্ষক। তাঁর চার মেয়ের সকলেই বিবাহিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাথু সিং জানিয়েছেন, তাঁর পরিবারের কেউ তাঁর সঙ্গে দেখা করেন না। তিনি বলছেন,’এই বয়সে আমি আমার ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকার কথা। তবে তাঁরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেন না। আর সেই কারণেই আমি মনস্থির করে নিয়েছি সম্পত্তি নিয়ে।’ উত্তরপ্রদেশের বাসিন্দা নাথু সিং ‘উইল’ করে তাঁর সম্পত্তি দান করেছেন রাজ্যের সরকারকে। তাঁর মৃত্যুর পর যাতে উত্তরপ্রদেশ সরকার নাথু সিংয়ের সম্পত্তি পায়, তা ‘উইল’এ জানিয়েছেন নাথু সিং।

 যোগী সরকারের কাছে এই অশীতিপর বৃদ্ধ আবেদন জানিয়েছেন যাতে, তাঁর মৃত্যুর পর তাঁর সম্পত্তির টাকায় কোনও স্কুল বা হাসপাতাল গড়া হয়। তিনি চান, তাঁর দেহকে কোনও মেডিক্যাল পরীক্ষা বা গবেষণার কাজে লাগানো হোক তাঁর মৃত্যুর পর। সেই আকাঙ্খা থেকে তিনি আগাম দেহদানেরও প্রতিশ্রুতি নিয়েছেন। ( গ্রেড নিয়ে মুখ খোলার পর এবার NAAC এর চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা পটবর্ধনের)

 যে বৃদ্ধাশ্রমে নাথু সিং থাকেন, সেখানের ম্যানেজার রেখা সিং জানিয়েছেন, ছয় মাস আগে নাথু সেই বৃদ্ধাশ্রমে গিয়েছেন। আর তারপর থেকে তাঁকে দেখতে কেউ আসেনি সেখানে। জানা যাচ্ছে, সেই ঘটনার পর থেকে নাথু সিং খুবই অবসাদে ভুগতে থাকেন। তারপর থেকেই এই কঠিন সিদ্ধান্ত নাথু সিং নিয়েছেন বলে জানিয়েছেন, তাঁর বৃদ্ধাশ্রমের ম্যানেজার। 

————– সমাপ্ত ————–

 

 

 

 

 

 

 

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।