Nation & World

ট্রেনে সুইস মহিলা যাত্রীর শ্লীলতাহানি! গ্রেফতার RPF কনস্টেবল

যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনে মোতায়েন থাকে আরপিএফ। সেই আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধেই মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের কানপুরে ট্রেনে দিল্লি থেকে লখনউগামী তেজস এক্সপ্রেসে এক সুইস মহিলা নাগরিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কনস্টেবলের নাম জিতেন্দ্র সিং।

জানা গিয়েছে, ওই কনস্টেবল ফিরোজাবাদের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে সেন্ট্রাল স্টেশনে পোস্টিং ছিলেন। এদিকে, ওই সুইস মহিলা তাঁর হবু স্বামীর সঙ্গে তেজস এক্সপ্রেসে করে দিল্লি থেকে পাটনাতে যাচ্ছিলেন। অভিযোগ, তেজস এক্সপ্রেসের ফার্স্ট এসি কোচ এইচ-১-এর টয়লেটে ওই মহিলার শ্লীলতাহানি করেছেন কনস্টেবল। বুধবার রাত আনুমানিক ১০:১৫ টা নাগাদ ওই মহিলা ট্রেনের টয়লেটে যান। সেই সময় তাঁর পিছু নেন কনস্টেবল। মহিলা টয়লেট থেকে বেরিয়ে আসতেই অভিযুক্ত কনস্টেবল তাঁকে ধরে ভিতরে টয়লেটের ভিতরে টেনে নিয়ে যায় এবং মোবাইলে সেলফিও তোলেন। মহিলার চিৎকার করলে অভিযুক্ত কনস্টেবল তাঁকে ছেড়ে দেন। পরে ওই মহিলা তাঁর হবু স্বামীকে সবকিছু জানান। ঘটনায় মহিলার হবু স্বামী কন্ট্রোল রুমে ফোন করে জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ জানান। এর ভিত্তিতে বুধবার রাত ১ টায় ট্রেনটি কানপুরের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এলে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে জিআরপি। মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

একই সঙ্গে জিআরপি ইনস্পেকটর আর কে দ্বিবেদীর সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করেছে আরপিএফ। অভিযুক্ত কনস্টেবল জিতেন। অন্যদিকে, আরপিএফ কানপুর সেন্ট্রাল থানায় নিযুক্ত কনস্টেবল জিতেন্দ্র সিং ট্রেনে নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন ছিলেন। অভিযুক্ত কনস্টেবলকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তিনি ফিরোজাবাদের বাসিন্দা। গত এক বছর ধরে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে কনস্টেবল পদে ছিলেন।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।