দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানকে আচমকা ঘুরিয়ে দেওয়া হল করাচির দিকে। ফ্লাইট সিক্স ই ১৭৩৬ বিমানকে চিকিৎসাজনিত আপৎকালীন পরিস্থিতিতে করাচি বিমানবন্দরে নামানো হল। জানা যায়, করাচি বিমানবন্দরে বিমান পৌঁছতেই বিমানের এক অসুস্থ যাত্রীর আচমকা মৃত্যু হয়। তার আগে তিনি বিমানে অসুস্থতা বোধ করছিলেন। তিনি নাইজেরিয়ান বলে জানা যায়। তার জেরেই বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত প্রাণরক্ষা করা যায়নি ওই যাত্রীর। একথা জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
ইন্ডিগোর তরফে জানানো হয়,’ইন্ডিগো ফ্লাইট 6E-1736, দিল্লি থেকে দোহাগামী বিমানে একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে করাচির দিকে তাকে ঘোরানো হয়। দুঃখজনকভাবে ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করে এয়ারপোর্ট মেডিক্যাল টিম।’ এদিকে, ভারতের অসামরিক বিমান পরিবহন দফতরের এক অফিসার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান মাঝ আকাশে থাকাকালীন এক নাইজেরিয়ান যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন। দিল্লি থেকে দোহাগামী বিমানে ওই ঘটনা ঘটতেই আপৎকালীন পরিস্থিতিতে কোথাও অবতরণ করে মেডিক্যাল সহায়তার প্রয়োজন পড়ে। এরফলে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর বিমানকে অবতরণ করতে হয় পাকিস্তানের করাচি বিমানবন্দরে। একটি চিকিৎসাজনিত আপৎকালীন পরিস্থিতিতে ইন্ডিগোর বিমানকে শেষমেশ করাচি বিমানবন্দরে অবতরণ করতে হয়। এই জরুরি অবতরণের অনুমতি দেয়, করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলার। প্রসঙ্গত, বিমানের মধ্যে থাকা যাত্রীদের অন্য বিমান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেখানে চলে। আর তা করাচি বিমানবন্দরের কর্তৃপক্ষের সহায়তায় ঘটে যায়। ( অস্কারজয়ী ‘এলিফ্যান্ট হুইসপারার্স’ দেখা হয়নি মাহুত দম্পতির, মনে পড়ছে হাতি রঘুকে)
জানা গিয়েছে, যে নাইজেরিয়ান ব্যক্তি ওই বিমানে মারা যান, তাঁর বয়স ৬০ বছর। তিনি নাইজেরিয়ার নাগরিক। পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এর ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর ডেথ সার্টিফিকেটও দেয় কর্তৃপক্ষ। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ‘ আমরা এই খবরে গভীরভাবে শোকাহত এবং প্রয়াতের পরিবার এবং প্রিয়জনদের সাথে আমাদের প্রার্থনা এবং শুভেচ্ছা রয়েছে। আমরা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ফ্লাইটের অন্যান্য যাত্রীদের স্থানান্তরের ব্যবস্থা করছি।’
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।