হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে বিপত্তি বাঁধিয়ে বসলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে দীপাবলির প্রদীপ ইমোজি ব্যবহার করেন। যা নিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুমুল ট্রোল করেন নেটিজেনরা। বিশেষত ভারতীয় নেটিজেনরা ব্যাপক খোঁচা দেন। তারপরও অবশ্য টনক নড়েনি নওয়াজের। ৪৮ ঘণ্টা পরও তাঁর অ্যাকাউন্টে সেই টুইট জ্বলজ্বল করছে।
গত সোমবার ৯ টা ২৭ মিনিটে টুইটারে ‘হ্যাপি হোলি’ শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু ‘হ্যাপি হোলি’-র পর যে ইমোজি ব্যবহার করেন, তাতেই সব যত বিপত্তি হয়। রঙের উৎসবের শুভেচ্ছা জানাতে প্রদীপের ইমোজি ব্যবহার করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। যে ইমোজি দীপাবলির সময় ব্যবহার করা হয়।
⦾ Salman Khan: সলমনকে ‘ছিছোরা’ বলল জনপ্রিয় পাকিস্তানের অভিনেত্রী, ভিডিয়ো ছড়াতেই দেশে নিন্দার ঝড়
সেই সুযোগ ছাড়েননি নেটিজেনরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুমুল ট্রোল করেন। এক নেটিজেন বলেন, ‘দীপাবলির আলো দিয়ে হোলি উদযাপন করছে।’ এক ভারতীয় নেটিজেন আবার বলেন, ‘(টুইটের সঙ্গে) প্রদীপের ইমোজি লাগিয়েছে। আবির কেনার মুরোদ নেই।’ এক ভারতীয় নেটিজেন আবার বলেন, ‘ওই লাইনের মধ্যে যে অর্থ আছে, সেটা পড়ার চেষ্টা করুন। (উনি বলতে চাইছেন যে) আমাদের বাঁচাও।’ একজন আবার দাবি করেন, ‘আপনাকেও হোলির শুভেচ্ছা। হিন্দুদের মেরে না ফেললে আপনি এটা জানতেন যে হোলিতে নয়, দীপাবলিতে প্রদীপ ব্যবহার করা হয়।’
⦾ Holi in Pakistan: পাকিস্তানের লাহোরে হোলি উদযাপনের সময় হিন্দু পড়ুয়াদের ওপর হামলা, আহত অন্তত ১৫
শুধু ভারতীয়রা নন, পাকিস্তানিরাও তাঁকে ট্রোল করেন। তেমনই একজন বলেন, ‘ওঁনার একটাই ধর্ম – অর্থ। ইসলামেরও পরোয়া করেন না উনি। সেই পরিস্থিতিতে উনি কীভাবে হোলি এবং দীপাবলির মধ্যে পার্থক্য করতে পারবেন?’ নিজেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও নওয়াজকে টুইটারে খোঁচা দেন।
সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের পরও অবশ্য সেই টুইট রয়ে গিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, নওয়াজের ফেসবুক অ্যাকাউন্টেও সেই পোস্ট জ্বলজ্বল করছে। যা নিয়ে ফেসবুকেও তুমুল ট্রোলড হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত নওয়াজের ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট মুছে দেওয়া হয়নি বা ‘এডিট’ করা হয়নি।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।