Nation & World

নকশালদের তাড়াতে বিশেষ বিলের অনুমোদন ছত্তিশগড়ে, কমনওয়েলথের কৃতীর পুলিশের চাকরি

ঋতেশ মিশ্র

শুক্রবার মন্ত্রিসভার মিটিংয়ে ছত্তিশগড় নকশাল ইরাডিকেশন পলিসি ও ছত্তিশগড় মিডিয়াপার্সনস প্রোটেকশন বিল ২০২৩কে অনুমোদন দেওয়া হল। মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল এই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন। তবে নকশালদের কার্যকলাপকে একেবারে সমূলে উপড়ে ফেলতে এদিনের বিল যথেষ্ট কার্যকরী করা হবে বলে মনে করা হচ্ছে। মিটিংয়ের পরে আর্বান অ্য়াডমিনিস্ট্রেশন মিনিস্টার শিবকুমার দাহারিয়া জানিয়েছেন, ছত্তিশগড় মিডিয়া পার্সনস প্রটোকশন বিলের খসড়াকে অনুমোদন করা হয়েছে। ছত্তিশগড় নকশাল ইরাডিকেশন পলিসিকেও ক্য়াবিনেটে অনুমোদন করা হয়েছে। এই বিলের মাধ্যমে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য় ক্ষতিপূরণ ও কিছু সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকবে। 

এর সঙ্গেই মন্ত্রী জানিয়েছেন আগে মাওবাদী হিংসায় কেউ মারা গেলে তিনি যদি অন্য রাজ্যের হতেন তবে তাঁর পরিবার ক্ষতিপূরণ পেতেন না। তবে এবার নতুন বিলে তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা থাকছে। 

এর সঙ্গেই ছত্তিশগড় গুডস অ্য়ান্ড সার্ভিস ট্যাক্স (অ্য়ামেন্ডমেন্ট ) বিল ২০২৩ ও ছত্তিশগড়র বিধায়কদের বেতন, ভাতা , পেনশন সংক্রান্ত বিলেরও অনুমোদন করা হয়েছে। 

ছত্তিশগড়ের এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, বিশ্বাস, বিকাশ আর সুরক্ষার আওতায় এটা কাজ করবে। নকশালদের দমনে এই বিল কার্যকরী হবে। এদিন মন্ত্রিসভায় যে বিলটির অনুমোদন দেওয়া হয়েছে সেখানে মাওবাদী হামলায় যাদের মৃত্যু হবে তাদের পরিজনদের ক্ষতিপূরণের বিষয়টি যুক্ত রয়েছে। সেই সঙ্গেই আত্মসমর্পণ করবেন যে নকশালরা তাদের জন্য়ও বিশেষ ব্যবস্থা থাকছে। 

এদিকে ছত্তিশগড়ে মাঝেমধ্যেই নকশাল হানার খবর পাওয়া যায়। অতীতে নকশাল হানায় প্রাণহানির কথাও শোনা গিয়েছে। এদিকে নকশালদের দমন করতে নানা উদ্যোগও নেওয়া হয়। তবু এখনও বিভিন্ন জায়গায় মাওবাদীদের দাপট থেকেই গিয়েছে। মূলত প্রত্যন্ত এলাকায় তাদের দাপট রয়েছে বলে অভিযোগ।। তবে এবার একেবারে মন্ত্রিসভায় বিল আনা হল মাওবাদীদের দমন করতে। তবে এবার নকশালদের দমন করতে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে পুলিশ, প্রশাসন সেটাই দেখার। 

অন্যদিকে কমনওয়েলথ গেমস ২০২২ এর ব্যাডমিন্টনে সিলভার মেডেল প্রাপক আকর্ষি কাশ্যপকে দুর্গে ডেপুটি সুপারিন্টেডেন্ট পুলিশ পদে বসানো হচ্ছে। বিশেষ সম্মান দেখিয়ে তাঁদে ক্লাস টু গেজেটেড অফিসার পদে বসানো হচ্ছে। 

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।