Nation & World

পাকিস্তান নয়, ভারত থেকে আফগানিস্তানে ২০ হাজার টন গম যাবে

আফগানিস্তানে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। শাসনভার এখন তালিবানের হাতে। তবে আফগানিস্তানের আম জনতার থেকে মুখ ফিরিয়ে নেয়নি ভারত। খাদ্য সঙ্কটে ভুগতে থাকা আফগানিস্তানে ভারত খাদ্য সামগ্রী পাঠিয়ে চলেছে। এর আগে আফগানিস্তানে খাদ্য সামগ্রী পাঠাতে পাকিস্তানের থেকে অনুমতি চেয়েছিল ভারত। এমনিতে পাকিস্তানের সঙ্গে এখন ভারতের বাণিজ্যিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে। তবে মানবিক কারণে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠাতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে ভারত। এরপর পাকিস্তান হয়ে আফগানিস্তানে খাদ্য সামগ্রী পাঠানো শুরু করে ভারত। তবে পাকিস্তান এই খাদ্য সামগ্রী নিজেদের নামে আফগানিস্তানে পাঠাত। ভারতের পোস্টার খুলে নিজেদের ভুয়ো পোস্টার লাগিয়ে দিত ত্রাণের সঙ্গে। এই আবহে এবার ভারত আর পাকিস্তান দিয়ে আফগানিস্তানে খাদ্য সামগ্রী পাঠাবে না। (⦾ সিকিমে পৌঁছবে বন্দে ভারত, গ্যাংটক হয়ে রেললাইন সরাসরি যাবে চিন সীমান্ত পর্যন্ত)

জানা গিয়েছে, ইরানের চাবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে ২০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত। মঙ্গলবার দিল্লিতে মধ্য এশিয়ার পাঁচ দেশের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী জানান, এবার ইরান দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাবে ভারত। কূটনৈতিক মহলের দাবি, পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাতেই ‘পুরনো বন্ধু’ ইরানের হাত ধরেছে ভারত। এর আগে সড়কপথে পাকিস্তান দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাতে গিয়ে ঠেকতে হয়েছিল ভারতকে। এই আবহে এবার নীতি বদল করল ভারত। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি অনুযায়ী আফগানদের মুখে খাবার তুলে দিতে ভারত সরকারের এই পদক্ষেপষ

মঙ্গলবার দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিনিধিরা। এই সবকটি দেশই আফগানিস্তানের প্রতিবেশী। এছাড়াও বৈঠকে ছিলেন রাষ্ট্রসংঘের মাদক এবং অপরাধ (ইউএনওডিসি) দফতরের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত সকল পক্ষই ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে হবে। উল্লেখ্য, ২০২১ সালের অগস্ট মাসে আফগানিস্তান ছেড়ে চলে যায় আমেরিকা ও পশ্চিমা দেশগুলির সেনা। কাবুল দখল করে তালিবান। সেই সময় ভারত দূতাবাস বন্ধ করেছিল আফগানিস্তানে। তালিবান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কার্যত ছিন্ন করেছিল মোদী সরকার। তবে আফগানদের মানবিক সহায়তা দেওয়া জারি রেখেছিল ভারত। এই আবহে তালিবানও চায় যে আফগানিস্তানে ভারতীয় সরকার তাদের প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যায়। আপাতত ২০টি প্রকল্পে ভারতকে কাজ করার জন্য বলেছে তালিবান প্রশাসন।

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।