Nation & World

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইয়ের মর্মান্তিক পরিণতি,নিজের বাড়িতে হলেন আত্মঘাতী

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল চাকুরকারের খুড়তুতো ভাই গতকল সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতে গুলি করে আত্মহত্যা করেছেন। মৃতের নাম চন্দ্রশেখর চাকুরকার। তিনি হনমন্তরাও পাটিল নামেও পরিচিত ছিলেন। জানা গিয়েছে, আত্মঘাতী হওয়ার আগে ৮১ বছর বয়সি চন্দ্রশেখর নিজের পরিবারকে ‘গুডবাই মেসেজ’ পাঠান। পরে রবিবার সকাল ৯টা নাগাদ চন্দ্রশেখরের বড়িতে গিয়ে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। সেখান থেকেই উদ্ধার হয় আত্মহত্যায় ব্যবহৃত অস্ত্রটি। (⦾ আরব সাগরে ভারতের পরাক্রম, দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ নৌসেনার)

হনমন্তরাও প্রাক্তন মন্ত্রী তথা তাঁর খুড়তুতো ভাই শিবরাজের ‘দেবঘর’ নামক বাসভবনের কাছাকাছি থাকতেন। প্রায়ই তিনি শিবরাজের বাড়িতে যেতেন বলে জানা গিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি কিছু অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার সময় প্রাক্তন মন্ত্রী শিবরাজের ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আরও তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার দিবেশ জ্বর, ডেপুটি এসপি জিতেন্দ্র জগদালে এবং অন্যান্য সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে যান।

⦾ চিন্তার ভাঁজ চাকরিজীবীদের কপালে, পিএফ-এর সুদের হার নিয়ে বড় সিদ্ধান্ত নেবে সরকার

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ নিজের লাইসেন্সড বন্দুক থেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন চন্দ্রশেখর চাকুরকার ওরফে হনমন্তরাও পাটিল। প্রাক্তন মন্ত্রী শিবরাজ পাটিলের বাড়িতে নিত্য যাতায়াত ছিল তাঁর। বিগত কয়েকবছর ধরে দুরারোগ্য অসুখে ভুগছিলেন হনমন্তরাও। যার জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এবং এই ঘটনা যখন ঘটে সেই সময়ে তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রীর ছেলেও। সরেজমিনে তদন্ত শুরু করেছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।