এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > ঘরে বাইরে > Russian Air Strike: রুশ এয়ার স্ট্রাইকে বিচ্ছিন্ন পরমাণু কেন্দ্র ঝাপোরঝিয়ার বিদ্যুৎ সংযোগ! নতুন বিপর্যয়ে ইউক্রেন Updated: 09 Mar 2023, 05:27 PM IST Sritama Mitra
শেয়ার করুন
এক বছর আগেই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র ঝাপোরঝিয়াও একবছর আগে দখল করে রাশিয়া। আর বৃহস্পতিবার রাশিয়ার নয়া এয়ার স্ট্রাইকের ফলে সেই পরামাণু কেন্দ্রের থেকে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে যায়। ঝাপোরঝিয়া আপাতত জেনেরেটারের ওপর নির্ভরশীল শক্তির উৎসের নিরিখে।
1/5ইউক্রেনের ওপর রুশ হামলার জেরে নতুন করে বিধ্বস্ত ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র ঝাপোরঝিয়ার বিদ্যুৎ সরবরাহ। এদিন সকাল থেকেই পর পর মিসাইল বর্ষণে রাশিয়া বিধ্বস্ত করে ইউক্রেনকে। ইউক্রেনের সেনা যখন ব্যস্ত ছিল সেদেশের বাখমুত শহরকে রুশ আগ্রাসন থেকে রক্ষা করতে, তখনই রাশিয়া কার্যত ইউক্রেনের পর পর শহরের বিদ্যুৎ সরবরাহকে ছিন্ন করে দেয় নয়া এয়ারস্ট্রাইকে। REUTERS/Stringer (AFP)2/5এক বছর আগেই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র ঝাপোরঝিয়াও একবছর আগে দখল করে রাশিয়া। আর বৃহস্পতিবার রাশিয়ার নয়া এয়ার স্ট্রাইকের ফলে সেই পরামাণু কেন্দ্রের থেকে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে যায়। ঝাপোরঝিয়া আপাতত জেনেরেটারের ওপর নির্ভরশীল। এই তথ্য জানিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনারগোতম। (Photo by Sergei SUPINSKY / AFP) (AFP)3/5রাশিয়ার তরফে নতুন করে আসা হামলার জেরে ঝাপোরঝিয়ার সঙ্গে ইউক্রেনের বাকি অংশের বিদ্যুতিক ‘শেষ সংযোগ’ টুকুও এদিন কার্যত বিঘ্নিত করে দিয়েছে রুশ হামলা। এই পরামাণু কেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ রিয়াক্টরও বসে গিয়েছে। এই পরামণু কেন্দ্রকে চালিয়ে রাখতে হলে ১৮ টি ডিজেল জেনেরেটার দরকার বলে জানা গিয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বলছে, যে পরিমাণ জ্বালানি রয়েছে ঝাপোরঝিয়া চালাতে তা আর মাত্র ১০ টি দিন টানতে পারে। (AP Photo/Evgeniy Maloletka) (AFP)4/5এদিকে, রুশ হামলার জেরে ইউক্রেনের একাধিক অংশে নতুন করে বিস্ফোরণের শব্দ উঠে আসে। খারকিভ, খামেলনৎসকি, ঝিতোমির, পলতাভা, লভিভের মতো ইউক্রেনিয় এলাকায় এই হামলা হতে থাকে। বহু ঘনজনবসতিপূর্ণ এলাকাতেও হামলা হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে হামলায় কোনও হতাহতের খবর আসেনি। তবে অসমর্থিত সূত্রের দাবি, ৯ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। (AP Photo/Evgeniy Maloletka) (AFP)5/5কিয়েভের ৪০ শতাংশ মানুষ আপাতত বিদ্যুৎহীনভাবে রয়েছেন, বলে জানিয়েছেন, সেখানের মেয়র। উল্লেখ্য, গত বছর ইউক্রেন দখল করার পর যুদ্ধের নিরিখে রাশিয়া সেভাবে কোনও বড় সাফল্য পায়নি ময়দানে। সেই জায়গা থেকে নতুন করে ঝাপোরঝিয়ার সঙ্গে ইউক্রেনের বাকি অংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনা একটি বড় বিষয়। (Photo by YURIY DYACHYSHYN / AFP) (AFP)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।