Nation & World

বাড়ছে বিদেশ যাওয়ার চাহিদা! কলকাতা থেকে আবু ধাবির উড়ান চালু

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 17 Mar 2023, 11:38 AM IST Soumick Majumdar

শেয়ার করুন

মার্চের শেষ নাগাদ কলকাতা থেকে সপ্তাহে ১৫২ টি বিমান উড়ে যাবে বিদেশে। গত বছরেই সংখ্যাটা ছিল ১০৫। অর্থাত্, সময়ের সঙ্গে কলকাতা থেকে বিদেশ যাতায়াতের চাহিদা টের পাচ্ছে বিমান পরিবহন সংস্থাগুলি।

1/5কলকাতায় এল দু-দু’টি আন্তর্জাতিক এয়ারলাইন্স। একটি নতুন। আরেকটি অবশ্য  বছর তিনেক পর প্রত্যাবর্তন করছে। ফাইল ছবি: ফেসবুক (AFP)2/5মার্চের শেষ নাগাদ কলকাতা থেকে সপ্তাহে ১৫২ টি বিমান উড়ে যাবে বিদেশে। গত  বছরেই সংখ্যাটা ছিল ১০৫। অর্থাত্, সময়ের সঙ্গে কলকাতা থেকে বিদেশ যাতায়াতের  চাহিদা টের পাচ্ছে বিমান পরিবহন সংস্থাগুলি।  ফাইল ছবি: এএফপি (AFP)3/5বুধবার থেকে কলকাতা-আবুধাবির সরাসরি উড়ান চালু করেছে এয়ার আরবিয়া।  সপ্তাহে তিন দিন, সোম, বুধ এবং শনিবার তিলোত্তমা থেকে পাড়ি দেবে এই বিমান।  রাজ্য থেকে মধ্য প্রাচ্যে বহু মানুষ কর্মসূত্রে যাতায়াত করেন। তাঁদের আগে দিল্লি গিয়ে  উড়ান ধরতে হত। এখন সেই সমস্যা থেকে তাঁরা রেহাই পাবেন।   ফাইল ছবি: এয়ার আরাবিয়া (AFP)4/5অন্যদিকে প্রায় ৩ বছর পর শহরে ফিরছে এতিহাদ। আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে  ৭টি করে উড়ান চালাবে এই সংস্থা।  ফাইল ছবি: এপি (AFP)5/5বুধবার কলকাতা বিমানবন্দরে এয়ার আরবিয়ার নতুন উড়ানের আনুষ্ঠানিক উদ্বোধন  হয়। এয়ার আরাবিয়ার A-320 বিমানে ১৭৪ জন যাত্রী আবুধাবির উদ্দেশে রওনা হন।  অন্যদিকে সেই উড়ানে কলকাতায় আসেন ৭৩ জন যাত্রী।   ফাইল ছবি: এপি (AFP)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।