এবার সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি তুলে ধরার উদ্যোগ নিয়ে এক হিন্দু মন্দিরে বিয়ের পর্ব সারলেন মুসলিম দম্পতি। ঘটনা হিমাচল প্রদেশের। সেখানে সিমলার রামপুর এলাকায় এই অভিনব বিয়ের উদ্যোগ দেখা গেল। হিন্দু মন্দিরের অন্দরে মুসলিম প্রথায় বিয়ে হল ইসলাম ধর্মাবলম্বী এক দম্পতির।
হিমাচল প্রদেশে বিশ্ব হিন্দু পরিষদের পরিচালিত মন্দিরে এই বিয়ের আয়োজন হয়। ঠাকুর সত্যনারায়ণ মন্দির কম্প্লেক্সে এই বিয়ের আয়োজন হয়। উল্লেখ্য, এই বিয়ের পর্ব দেখতে মন্দিরে ভিড় ছিল দেখার মতো। এলাকার মুসলিম ও হিন্দু দুই ধর্মের মানুষই সেখানে ভিড় করতে থাকেন। মুসলিম দম্পতির এই বিবাহ লগ্নের তত্ত্বাবধান করেন এক মৌলবী। সঙ্গে ছিলেন এক আইনজীবী। উল্লেখ্য, এই অভিনব বিয়ের উদ্যোগের নেপথ্যে রয়েছে সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের বার্তা। মন্দিরের ভিতর মুসলিম দম্পতির এই বিয়ে সেই বার্তাকে উজ্জ্বল করতেই এমন উদ্যোগ নিয়েছেন। ( ছেলে,মেয়েরা কেউ দেখেন না! রাগে কোটি টাকার সম্পত্তি যোগী সরকারকে দিয়ে দিলেন বৃদ্ধ)
উল্লেখ্য, যে মন্দিরে এই মুসলিম দম্পতির বিয়ে হয়েছে, সেটি বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সমিতির জেলা অফিসও। ঠাকুর সত্যনারায়ণ মন্দির, রামপুরের ট্রাস্টের জেনারেল সেক্রেটারি বিনয় শর্মা বলেন, ‘ বিশ্ব হিন্দু পরিষদ মন্দির এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই জেলা কার্যালয় পরিচালনা করে। বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিম বিরোধী বলে অভিযুক্ত করা হয়। কিন্তু এখানে হিন্দু মন্দির চত্বরে বিয়ে করলেন এক মুসলিম দম্পতি। এটি নিজেই একটি উদাহরণ যে সনাতন ধর্ম সর্বদা সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে।’ মন্দির চত্বরে মেয়ের বিয়ে নিয়ে মেয়ের বাবা মহেন্দ্র সিং মালিক বলেন,’ মেয়ের বিয়ে হয়েছে রামপুরের সত্যনারায়ণ মন্দির চত্বরে। শহরের মানুষ, সেটা বিশ্ব হিন্দু পরিষদ হোক বা মন্দির ট্রাস্ট, এই বিয়ের আয়োজনে ইতিবাচক ও সক্রিয় সহযোগিতার নেতৃত্ব দিয়েছেন।’
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।