Nation & World

মহিলা চিকিৎসককে ছুরির কোপে খুন! অভিযুক্ত বয়ফ্রেন্ডের আত্মহত্যার চেষ্টা

হোলির পরই জম্মুর পাম্পোশ কলোনিতে উঠে এল এক মর্মান্তিক খবর। সেখানে ২৭ বছর বয়সী এক মহিলা চিকিৎসককে ছুরির কোপে হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে। জম্মুর জানিপোর এলাকার পাম্পোশ কলোনিতে এই ঘটনা ঘটে গিয়েছে। এখানেই শেষ নয়,  ওই হত্যাকাণ্ডে নিহত সুমেধা শর্মার বয়ফ্রেন্ড জোহর গানাই আত্মহত্যারও চেষ্টা করেন। যদিও সঠিক সময় পুলিশ সেখানে পৌঁছতেই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সুমেধাকে মৃত বলে ঘোষণা করা হয়। জোহরের চিকিৎসা চলছে। 

পুলিশ জানিয়েছে, জোহরের এক পরিচিত পুলিশের দ্বারস্থ হন, জোহরের একটি ফেসবুক পোস্ট দেখে। সেই পোস্টে জোহর দাবি করেন, তিনি নিজেকে শেষ করে দিতে চান। আর আত্মহত্যা করার চেষ্টার কারণ হিসাবে জোহর বলেন, তাঁর গার্লফ্রেন্ড সুমেধার সঙ্গে সমস্যার জেরেই তিনি এই পদক্ষেপ নিতে চান। এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, রক্তে ভেসে যাচ্ছে সুমেধার দেহ। তাঁকে রান্নাঘরের ছুরি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ততক্ষণে পাশে  আহত অবস্থায় জোহরকে উদ্ধার করা হয়। তাঁদের দুজনকেই জোহরের বাড়ি থেকে উদ্ধার করা হয়। মুহূর্তে হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতাল জানায় সুমেধা মৃত। তবে জোহরের চিকিৎসা শুরু হয়। জানা যায়, হোলিতে জোহরের বাড়িতে আসেন সুমেধা। তারপরই দুজনের মধ্যে ঝগড়া, সমস্যা লেগে থাকে। রাগের বশে গার্লফ্রেন্ডের ওপর ছুরির কোপ বসান জোহর। ( ছবিতে ৪ জন নয়, বরং ৫ জন রয়েছেন! পঞ্চমজনকে খুঁজে বের করতে পারবেন ১৫ সেকেন্ডে?)

রহস্যজনকভাবে জোহরের জম্মুর জানিপোরের পম্পোরের বাড়ির লোহার গেটটি বাইরে থেকে বন্ধ ছিল। সেই সময় পুলিশ ওই গেট ভেঙে ঢুকে পড়ে। ঘটনার তদন্ত এদিকে শুরু করে দিয়েছে পুলিশ। ৩০২ ধারায় লাগু হয়েছে মামলা। জানা যায়, একই ডেন্টাল কলেজে পড়তেন সুমেধা ও জোহর। পরে বিডিএসের পর এমডিএস পড়ার জন্য জম্মুতে আসেন সুমেধা। ৭ মার্চ সদ্য হোলিতে জোহরের বাড়ি আসেন সুমেধা। তারপরই এই মর্মান্তিক কাণ্ড। আপাতত দুই পরিবারের তরফে কোনও মন্তব্য আসেনি।

————– সমাপ্ত ————– 

 

 

 

 

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।