Nation & World

মোবাইলে আগে থেকে App রাখা যাবে না, কড়া পথে ভারত,

এসআর সুনীলকুমার

মোবাইল থেকে প্রি-ইনস্টলড অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে স্মার্টফোন প্রস্তুতকারকদের কার্যত বাধ্য করার চেষ্টা করছে ভারত। প্রস্তাবিত নতুন সিকিউরিটি রুলস অনুসারে তেমনটাই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর। একাধিক নথির ভিত্তিতে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 

স্য়ামসাং, জিওমি, ভিভো, অ্য়াপেল সহ একাধিক কোম্পানির মোবাইল ফোনে আগাম কোনও অ্য়াপ যাতে ইনস্টল করা না হয় সেব্যাপারে বলা হচ্ছে। এদিকে ভারতকে বিশ্বের দ্বিতীয় মোবাইলের বাজার বলে গণ্য় করা হয়। কিন্তু কেন এই অ্যাপগুলি যাতে আগে থেকে না থাকে তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে?

সূত্রের খবর, এই অ্য়াপগুলি আগে থেকে ফোনে ইনস্টল করা থাকলে সেগুলি গুপ্তচর বৃত্তির কাজ করতে পারে। সেকারণেই কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। 

এক আধিকারিকের মতে, প্রি ইনস্টলড যে সমস্ত অ্য়াপ ফোনে থাকে অর্থাৎ আগে থেকেই যে অ্যাপগুলি ফোনে থাকে তা থেকে সমস্যা তৈরি হতে পারে। এটা একটি দুর্বল সুরক্ষা ব্যবস্থা। চিন সহ কোনও শত্রুদেশ যাতে এই অ্য়াপের সুযোগ দিয়ে ঘরের কথা জেনে না যায় সেটাই নিশ্চিত করতে চাইছে ভারত। এটা জাতীয় সুরক্ষারও ব্যাপার।

এদিকে ২০২০ সালে চিন-ভারত সীমান্তে সংঘর্ষ দানা বেঁধেছিল। তারপর থেকেই ভারত সুরক্ষার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে। টিকটক সহ প্রায় ৩০০টি চাইনিজ অ্যাপকে আপাতত ভারতে নিষিদ্ধা করা হয়েছে। এমনকী চিনের সংস্থার বিনিয়োগের ক্ষেত্রেও নানা লাগাম টানা হয়েছে। 

তবে শুধু ভারত নয়, বিশ্বের একাধিক দেশ চিনের তৈরি মোবাইল সম্পর্ক অত্যন্ত সতর্ক পদক্ষেপ নেয়। Huawei, Hikvision এর মতো সংস্থার মোবাইল একাধিক দেশে ব্যবহারের ক্ষেত্রে লাগাম টানা হয়েছে। এই ফোনগুলি ব্যবহারের ক্ষেত্রে একাধিক দেশে লাগাম টানা হয়েছে। তবে চিন এই চরবৃত্তির অভিযোগ মানতে চায়নি। তবে এবার  প্রি-ইনস্টলড অ্য়াপ ব্যবহারের ক্ষেত্রে ভারত কড়া পদক্ষেপ নিতে পারে বলে খবর।

সূত্রের খবর, নতুন আইন অনুসারে স্মার্টফোন প্রস্তুতকারকদের এই অ্যাপগুলির ক্ষেত্রে আন ইনস্টলের অপশন রাখতে হবে।  ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এজেন্সি এই ফোনগুলি পরীক্ষা করে দেখবে। তারপর তার ছাড়পত্র দেবে। 

এদিকে ভারতে বর্তমানে যে ফোনগুলি ব্যবহার করা হয় সেগুলিতে আগে থেকে অ্যাপ ইনস্টল করা থাকে। সেগুলি ইচ্ছা করলেই আপনি আন ইনস্টল করতে পারবেন না। তবে এই অ্যাপগুলি এবার সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন হাজির করছে। 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।