Nation & World

রেস্তোরাঁয় শিশুর প্যান্টে ঢুকে কামড় বিশালাকার ইঁদুরের, ভাইরাল হাড়হিম ভিডিয়ো

অদ্ভূত এক কাণ্ড ঘটল তেলাঙ্গানার রেস্তোরাঁয়। জনপ্রিয় বার্গার চেইন ম্যাকডনাল্ড’স-এ বাবা মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল ৮ বছর বয়সি এক শিশু। সেই শিশুর প্যান্টে আচমকা ঢুকে পড়ে কুকুরের ছানার আকারের এক ইঁদুর। শিশুর প্যান্টের ভেতরে ঢুকে ইঁদুর কামড়ও বসায়। যা নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার কোমপাল্লির এসপিজি হোটেলে। গত ৮ মার্চে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। রেস্তোরাঁয় বসানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। এই ঘটনায় শিশুর অভিভাবক সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। (⦾ ‘পুজো’র জন্য স্ত্রীর ঋতুস্রাবের রক্ত বিক্রি করলেন স্বামী! দাম শুনলে ঘুরবে মাথা)

ঘটনার পরই বাবা ৮ বছর বয়সি ছেলেটিকে বাওয়েনপ্যালিতে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যান এবং তাকে অ্যান্টি ব়্যাবিস এবং টিটেনাস ইনজেকশন দেওয়ান। পরে ৯ মার্চ রেস্তোরাঁর ম্যানেজমেন্টের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেন ছেলেটির বাবা। ইঁদুরের কামড় খাওয়া ছেলেটির বাবা রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে অসতর্কতার অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনাটির সময় সেভাবে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি এবং কেউ কিছু করেননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রশ্ন উঠেছে, এত প্রশিদ্ধ একটি বার্গার চেইনের আউটলেটে এত বড় আকারের ইঁদুর এলই বা কীভাবে।

এদিকে ঘটনার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ইঁদুর রেস্তোরাঁর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং টেবিলের নীচে লুকানোর চেষ্টা করে। সেইখানে আট বছর বয়সি ছেলেটি তার বাবা-মায়ের সঙ্গে বসে ছিল। এরপর দেখা যায়, ইঁদুরটি দৌড়ে এসে ৮ বছর বয়সি ছেলেটির প্যান্টের ভিতর ঢুকে পড়ে। ছেলেটি ছটফচ করতে থাকে। ইঁদুরটা শিশুর কুঁচকির জায়গার কাছে কামড়ে দেয়। হুলস্থুল কাণ্ড বেঁধে যায় রেস্তোরাঁয়। পরে শিশুটির বাবা অবিলম্বে তাকে নিজের দিকে টেনে নেন। পরে তিনি ইঁদুরটিকে তার ছেলের প্যান্টের ভেতর থেকে টেনে বের করেন। পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ছেলেটির বাম পায়ে দু’টি ক্ষত রয়েছে।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।